Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান ক্রিকেটের ব্রাজিল: ওয়াসিম আকরাম


৫ এপ্রিল ২০২০ ১৫:৫৯

যুগে যুগে ক্রিকেট বিশ্বকে দুর্দান্ত সব ফাস্ট বোলার দিয়েছে পাকিস্তান। শুরুটা সেই ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনুসকে দিয়েই। আবার তাদের সঙ্গে পরবর্তীতে যোগ হয়েছিলেন গতিদানব শোয়েব আখতারও। তাই তো অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ডিন জোন্স বললেন, ‘পাকিস্তান প্রতিভাবান ক্রিকেটারদের কারখানা।’ সুর মিলিয়ে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বললেন, ‘হ্যা আমাদের দেশে অনেক প্রতিভা আছে। পাকিস্তানকে ক্রিকেটের ব্রাজিল বলা যেতে পারে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেটসহ বিশ্বজুড়ে স্থগিত রয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। আর এমন সময় নিজের ইউটিউব চ্যানেলে সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্সের সাক্ষাৎকার নিয়েছেন ওয়াসিম আকরাম। সেখানেই উঠে আসে এসব কথা।

ডিন জোন্স বলেন, ‘পাকিস্তানকে আমরা সব সময় প্রতিভার কারখানা বলে থাকি। অস্ট্রেলিয়ায় আমরা সব সময় পাকিস্তানকে নিয়ে আলোচনা করতাম। আমরা সব সময় বলতাম ওদের দেশে প্রতিভার কমতি নেই। এটা কেবল ওদের ব্যাপার ওরা কিভাবে সেটাকে ব্যবহার করবে।’

জোন্সের প্রতিউত্তরে ওয়াসিম আকরাম বলেন, ‘হ্যা আসলেই সত্যি। আমাদের দেশে প্রতিভার কোনো কমতি নেই। এটা অনেকটা ক্রিকেটের ব্রাজিল।’

ডিন জোন্স আরো বলেন, ‘বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে ফাস্ট বোলারদের বৈচিত্র এনেছো তোমরাই। তোমার মতো পেসার (ওয়াসিম আকরাম), ওয়াকার ইউনুস এবং শোয়েব আখতারের মতো দুর্দান্ত ফাস্ট বোলার দিয়েছো তোমরা ক্রিকেটকে। আর অবশ্যই যাদের কথা না বললেই নয় আব্দুল কাদিরের মতো লেগ স্পিনার আর মুশতাক আহমেদের মতো স্পিনারও তোমরাই দিয়েছো। কিংবদন্তী বোলারদের জন্ম হয়েছে পাকিস্তানেই।’

ওয়াসিম আকরাম ক্রিকেটের ব্রাজিল ট্যালেন্ট ডিন জোন্স পাকিস্তান ক্রিকেট টিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর