Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ল্যাঙ্গারের চাওয়া বন্ধ দরজাতে হলেও ফিরুক ক্রিকেট


৫ এপ্রিল ২০২০ ১৪:২৪

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কেবল ক্রিকেট নয় স্থবির পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। এর আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে। আবারো সেই পথেই সকলকে হাটার অনুরোধ অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার এবং বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারের।

বাইশ গজে ব্যাট-বল হাতে মেতে উঠুক ক্রিকেটাররা এটাই চাওয়া ল্যাঙ্গারের। হোক না তা বন্ধ দরজায়, দর্শকশূন্য মাঠে। এর পেছনে ল্যাঙ্গারের যুক্তি ক্রীড়ামোদী মানুষ যেন তাদের প্রিয় খেলা ক্রিকেট আবারো দেখতে পারে।

বিজ্ঞাপন

বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম। আসলে কেবল আমি নই আমরা সবাইই যখন ক্রিকেট খেলতে শুরু করি তখন সবারই বয়স কম থাকে। তখন কিন্তু আমাদের খেলা দেখার জন্য কোনো জনতা থাকতো না। ক্রিকেটকে ভালবাসেই খেলা শুরু করেছি আমরা সবাই।’

ল্যাঙ্গার আরো যোগ করেন, ‘সতীর্থদের সঙ্গে খেলতে আমাদের ভালো লাগতো। আর খেলার মজা তো থাকেই। এ ক্ষেত্রে গ্যালারি ফাঁকা থাকলেও টিভি সেট ও রেডিওর মাধ্যমে বিনোদন দেওয়া সম্ভব ক্রিকেটপ্রেমীদের। ফলে, তারও আলাদা মূল্য রয়েছে। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম হলেও আমার মতে এটাই ঠিক। তবে সৌভাগ্যবান বলেই আমরা খেলতে পারছি, এটা ভুললে চলবে না।’

অস্ট্রেলিয়ান কোচ করোনা উপেক্ষা করোনাভাইরাস ক্রিকেট ফিরুক জাস্টিন ল্যাঙ্গার বন্ধ দরজায় ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর