‘রোনালদোর সঙ্গে খেললেও মেসিই আমার কাছে সেরা’
৪ এপ্রিল ২০২০ ১৭:৪৮ | আপডেট: ৪ এপ্রিল ২০২০ ১৭:৫০
বর্তমান সময়ের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য গেল প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে তর্ক-বিতর্ক। বিভিন্ন সময় বিভিন্ন জনে বেছে নেন কখনো মেসিকে কিংবা কখনো রোনালদোকে। এবার ব্রাজিলিয়ান মহাতারকা রিকার্দো কাকা বেছে নিলেন তার মতে সেরা ফুটবলারকে। কাকা বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে খেলেছি কিন্তু আমার কাছে লিওনেল মেসিই সেরা।’
২০০৭ সালে ব্যালন ডি অর জিতে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার রিকার্দো কাকা। সে সময় থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ। তবে সাবেক সতীর্থর থেকে চিরশত্রু লিওনেল মেসিকেই নিজের সেরা ফুটবলার হিসেবে বেছে নিলেন সাবেক এই তারকা ফুটবলার।
সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ এক ভিডিওতে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কাকা। তিনি বলেন, ;আমি রোনালদোর সঙ্গে খেলেছি। সে দুর্দান্ত এক খেলোয়াড় কিন্তু আমি মেসিকেই বেছে নেব সেরা হিসেবে। ‘
কাকা আরো বলেন, ‘মেসি দুর্দান্ত এক খেলোয়াড়। সে অনেক প্রতিভাবান। সে অনেক চমকপ্রদ।’
তবে মেসিকে সেরা বললেও রোনালদোকে ছোট করেননি কাকা। রোনালদোর সম্পর্কে বলেন, ‘ক্রিস্টিয়ানো একটা যন্ত্র। সে শুধু বোঝে কীভাবে জিততে হবে। সে অনেক শক্তিশালী, অনেক দ্রুতগামী এবং সেই সঙ্গে ওর মানসিকতাও অনেক শক্ত। সে সব সময় খেলতে চায় আর সব সময় জিততে চাই। আমার কাছে এটাই ওর সব থেকে বড় ব্যাপার।’
কেবল সময়ের সেরা ফুটবলারদের কথায় কাকার মুখ থেকে উচ্চারিত হয়নি। সেই সঙ্গে ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের তালিকাতেও যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি থাকবেন তা নিয়েও বিন্দুমাত্র দ্বিধায় নেই কাকা।
এ ব্যাপারে এই ব্রাজিলিয়ান বলেন, ‘ফুটবলের ইতিহাসের সেরা পাঁচ জনের মধ্যে মেসি এবং রোনালদো অবশ্যই থাকবে। আমরা অনেক ভাগ্যবান যে এই দুইজনের খেলা দেখতে পারছি।’
নিজের দেখা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারের নামও জানান দিলেন কাকা। জানালেন তিনি খেলেছেন এমন ফুটবলারের মধ্যে রোনালদো নাজারিওই সেরা। এরপরে আছেন রোনালদিহো।