Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে অনুসরণ করতে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রিয়ালের


৪ এপ্রিল ২০২০ ১৬:১৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে মার্চের ১১ তারিখ শেষবার মাঠে গড়িয়েছিল স্প্যানিশ লা লিগা। এরপরে মহামারিতে স্থগিত করা হয় লা লিগা। এরপর একে একে স্থগিত করা হয় ইউরোপিয়ান সব ধরনের ফুটবলের আসর। আর তাতেই স্থবির হয়ে পড়ে ক্রীড়াঙ্গন এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে ক্লাবগুলো। সেই ক্ষতি পুষিতে উঠতেই ক্লাবগুলো খেলোয়াড়দের বেতন কমিয়ে দিয়ে বাধ্য হয়।

এমন পরিস্থিতিতে সবার আগে ফুটবলারদের বেতন কমাতে পদক্ষেপ নেয় ফুটবল ক্লাব বার্সেলোনা। ক্লাবের আর্থিক ক্ষতি কমাতে লিওনেল মেসিদের ৭০ শতাংশ বেতন কমানো হয়। প্রথম দিকে রাজী না হলেও শেষ পর্যন্ত ক্লাবের কথা বিবেচনায় এনে রাজী হয়েছেন লিওনেল মেসির বার্সেলোনার সতীর্থতা। এবার বার্সেলোনার দেখানো পথেই হাটতে চলেছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

চলতি আসরের খেলা আর মাঠে না গড়ানোয় প্রায় ১৫০ মিলিয়ন ইউরো ক্ষতির সম্মুখীন লস ব্ল্যাঙ্কোসরা। যদি আর্থিকভাবে বার্সেলোনার থেকে বেশ শক্ত অবস্থানেই আছে রিয়াল মাদ্রিদ। এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

আর নিজেদের আর্থিক ক্ষতির বিষয়টি ফুটবলারদের অবগত করছে ১৩বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে এখনই খেলোয়াড়দের এতন কর্তনের কথা ভাবছে না রিয়াল ম্যানেজমেন্ট।

এদিকে বার্সেলোনার মতো তাদের খেলোয়াড়দেরও ৭০ শতাংশ বেতন কমানোর কথা ভাবছে মাদ্রিদের আরেকটি ক্লাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এখনো তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্লাব কর্মকর্তারা।

করোনাভাইরাসের প্রকোপে ক্রীড়াঙ্গন স্থবির বার্সেলোনা বেতন কমানো রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর