করোনাভাইরাসের পরীক্ষা হবে এজবাস্টন স্টেডিয়ামে
৪ এপ্রিল ২০২০ ০২:১৯ | আপডেট: ৪ এপ্রিল ২০২০ ১৩:৫৩
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা এগিয়ে আসছেন নানাভাবে সাহায্য সহযোগিতায়। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ওয়ারউইকশায়ার যেমন তাদের হোম ভেন্যু বিখ্যাত এজবাস্টন স্টেডিয়ামটি জাতীয় স্বাস্থ্য সংস্থাকে (এনএইচএস) ব্যবহারের জন্য দিয়ে দিল।
এজবাস্টন স্টেডিয়ামকে করোনাভাইরাসের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করবে এনএইচএস। কয়েক দিনের মধ্যেই স্টেডিয়ামকে হাসপাতাল বানানোর কাজ শুরু হবে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এনএইচএস ব্যবহার করবে বিখ্যাত স্টেডিয়ামটি।
এদিকে ইংল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের সাহায্যে এগিয়ে এসেছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের দুই তারকা স্যাম কুরান ও জস বাটলারও। কর্মীদের অর্থ সংগ্রহের জন্য বিশ্বকাপের ফাইনাল খেলা নিজের জার্সিটি বিক্রি করেছেন বাটলার। কুরান ত্রাণ সংগ্রহের জন্য প্রচারণা করছেন।
উল্লেখ্য, করোনাভাইরানের কারণে আগামী ২৯ মে পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যুক্তরাজ্যে ৩৮ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। প্রাণহানির সংখ্যাও সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।