Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতা হারালেন গলফার সিদ্দিকুর


২ এপ্রিল ২০২০ ১৬:৩০ | আপডেট: ২ এপ্রিল ২০২০ ১৭:০৩

গলফার সিদ্দিকুর রহমান ও তার বাবা

বাবা হারালেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। বার্ধক্যজনিত কারণে গতকাল রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ মানিকদির বাসভবনে পৃথিবীর মায়া ত্যাগ করেন সিদ্দিকুরের বাবা মোহাম্মদ আফজাল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মানিকদি কবরস্থানে মরহুমের দাফন করা হয়েছে। সিদ্দিকুরের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী ফিরোজা বেগম, সিদ্দিকুরসহ চার ছেলে, পাঁচ নাতি-নাতনী, আত্মীয়স্বজন ও বহু শুভাকাঙ্খী রেখে গেছেন তিনি।

দেশবাসীর কাছে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

গলফার সিদ্দিকুর বাবা বার্ধক্য জনিত মারা গেছেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর