Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আর্জেন্টিনায় তোমাকে সবাই ঘৃণা করে’, রোনালদোকে বললেন দিবালা


২ এপ্রিল ২০২০ ১৫:১৮

২০১৮ সালে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্টাসে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুটি বাধেন তরুণ  আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার সঙ্গে। আর তাতেই প্রশ্নের বাণে জর্জরিত পাওলো দিবালা। কে সেরা ফুটবলার লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? দিবালার সোজা উত্তর, ‘আমি দুইজনকেই সেরা মনে করি।’ এবার অবশ্য অন্য কথা জানালেন দিবালা। রোনালদোকে দিবালা বলে দিয়েছেন যে আর্জেন্টিনায় সবাই তাকে ঘৃণা করে।

বিজ্ঞাপন

রোনালদো জুভেন্টাসে নাম লেখানোর পর থেকেই দিবালার সঙ্গে বেশ সখ্যতা গড়ে ওঠে তার। মাঠে এবং মাঠের বাইরেও দেখা মেলে দুইজনের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। আর সেখান থেকেই গোপন কথা রোনালদোকে জানিয়ে দিলেন দিবালা। জানালেন, ‘আর্জেন্টিনায় কেউ রোনালদোকে পছন্দ করে না। কারণ তুমি, তুমি যেভাবে চলো, তুমি যেভাবে হাট সব কিছুই আর্জেন্টিনার মানুষ অপছন্দ করে।’

এক সাক্ষাৎকারে দিবালা বলেন, ‘আমি রোনালদোকে সত্যি বলেছি যে তুমি আমাকে বিস্মিত করেছ। আমি তোমাক যেমন ভাবতাম তুমি তার থেকে পুরোটাই আলাদা।।’

এর আগে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সমালোচনা করে রোষানলে পড়েছিলেন এই জুভেন্টাস তারকা ফরোয়ার্ড। এ সম্পর্কে দিবালা বলেন, ‘আমি আসলে সমালোচনা করতে চাইনি। আমার উদ্দেশ্য কখনো কোনো সতীর্থকে সমালোচনা করা নয়। আমি এটা মেসির সঙ্গে অনেক কথা বলি কারণ আমরা অনেকটা একই রকম খেলি। আমি বিশ্বকাপে আর কোপা আমেরিকাতে খুব কম সময় খেলতে পেরেছি। কিন্তু আমি মনে করে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়াটাই অনেক বড় সম্মানের।’

সম্প্রতি মরণঘাতি করোনাভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন দিবালা। আর সে সম্পর্কেও জানালেন সাক্ষাৎকারে। ‘আমার অনেক কাশি হচ্ছিল, আমি অন্য সময়ের থেকে বেশি দুর্বল অনুভব করছিলাম। আর রাতে ঘুমানোর সময় আমার অনেক বেশি ঠান্ডাও লাগছিল। এমন অবস্থায় আমার বেচে থাকাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তবে আমি উত্তেজিত না হয়ে জুভেন্টাসের ডাক্তারদের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছি। সেই সঙ্গে চেষ্টা করেছি শক্ত থাকতে আর বিশ্রাম নিতে। শেষ পর্যন্ত আমি সুস্থ হয়ে উঠেছি।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ক্রিস্টিয়ানো রোনালদো ঘৃণা পাওলো দিবালা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর