পুলিশের কাছে এমবাপের অভিযোগ!
১ এপ্রিল ২০২০ ১৫:৩৪ | আপডেট: ১ এপ্রিল ২০২০ ১৬:২৬
ফ্রান্সের পুলিশের কাছে অভিযোগ করেছেন বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে। ফ্রান্স ভিত্তিক দৈনিক ‘এল-ইকুইপ’র তথ্যমতে জানা যায় এমবাপে অগোচরে অনলাইনে তারই নাম ব্যবহারে করে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন দিচ্ছে একটি প্রতিষ্ঠান।
‘এল-ইকুইপ’ জানায়, ‘এমবাপে ফ্রান্সের পুলিশের কাছে অভিযোগ করেছে যে তার অগোচরে একটি প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন দিয়ে আসছে। যার মধ্যে বিটকয়েন অন্যতম।’
বিজ্ঞাপনটিতে দেখানো হয় ২১ বছর বয়সী এমবাপে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছে। কারণ এটা এক মাসের ব্যবধানে আপনাকে মিলিয়নিয়র বানিয়ে দেবে।
ফিন্যান্সিয়াল মার্কেটের তথ্যমতে ২০১৮ সালেই ১১শ’র বেশি এমন অভিযোগ জমা পড়েছিল।