Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাতিকে হারিয়ে সেরা তরুণ ফুটবলার রদ্রিগো


১ এপ্রিল ২০২০ ১৪:৫৩

রিয়াল মাদ্রিদের তরুণ উইঙ্গার রদ্রিগো গোস ‘এনএক্সজিএন’-২০২০ এর সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন। বিশ্বের স্বনামধন্য ৪৩ জন সাংবাদিকের ভোটে বার্সেলোনার আনসু ফাতিকে পরাজিত করে সেরা তরুণ ফুটবলারের অ্যাওয়ার্ড জয় করেন রদ্রিগো গোস।

এই পুরস্কারটি দেওয়া হয় বয়সের দিকটি বিবেচনায় রেখে। ২০০১ সালের জানুয়ারির ১ তারিখের পর যে সকল ফুটবলার জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে বেছে নেওয়া হয় সেরা তরুণ ফুটবলারকে। চলতি বছরের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোসের সঙ্গে আরো ছিলেন বার্সেলোনার আনসু ফাতি।

বিজ্ঞাপন

এছাড়াও এই তালিকায় আরও ছিলেন আরেক ব্রাজিলিয়ান তরুণ রেনেইর জিসুস, জাপানের বিস্ময়বালক তাকেফুসো কুবো এবং ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়া।

এর আগে এই পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের জডান সাঞ্চো, জাস্টিন ক্লুভার্ট এবং জিয়ানলুগি ডনারুমার মতো ফুটবলাররা।

পুরস্কারজয়ী রদ্রিগো বলেন, ‘মাঠে খেলা দেখাতে না পারলে এই পুরস্কার জয়ের কোনো অর্থ নেই।’ তিনি আরও যোগ করেন, ‘এই অ্যাওয়ার্ড আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে, আমাকে অনেক সাহস যোগাবে। আমি আশা করি সামনের মৌসুমে আমি আরও ভালো করতে পারব।’

আনসু ফাতি তরুণ ফুটবলার রদ্রিগো গোস