Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপর্যস্ত অসহায়দের পাশে ফুটবলার আরিফ, রনি ও হিমেল


৩১ মার্চ ২০২০ ২১:২০

ঢাকা: করোনাক্রান্তিতে সবচেয়ে বেকায়দায় পড়েছে দিনমুজর অসহায় মানুষরা। লকডাউন অবস্থায় উপার্জনের ক্ষেত্র স্থবির হয়ে যাওয়ায় সবচেয়ে বিপদে পড়েছেন তারা। এমন অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা।

দেশের জাতীয় দলের তিন ফুটবলার সাখাওয়াত রনি, মাজহারুল ইসলাম হিমেল ও আরিফুর রহমান এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে।

লিগ বন্ধ থাকায় নিজ নিজ এলাকায় অবস্থানকালে দরিদ্র খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিন ফুটবলার। নিজ শহর চট্টগ্রামে গরীবদের সাজায্য করেছেন চট্টগ্রাম আবাহনীর সাখাওয়াক রনি। কিশোরগঞ্জে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাজহারুল ইসলাম হিমেল আর কুমিল্লায় দিনমজুরহাতে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের আরিফুর রহমান।

নিজ নিজ দায়িত্ব থেকে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বলে জানান আরিফ, ‘এটি আমাদের জন্য একটি কষ্টকর সময় কারণ সারা পৃথিবীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিজ গৃহে অবস্থান করা এই উপদেশগুলো এখন আমাদেরকে মেনে চলতে হচ্ছে। কিন্তু এটি দ্বিমুখী সমস্যা সৃষ্টি করেছে আমাদের খেটে-খাওয়া প্রতিবেশী ভাই-বোনদের জন্য।’

সতীর্থসহ অন্যান্য ফুটবলারদেরও সামর্থ্যানুযায়ী এগিয়ে আসার আহ্বান জানানন তিনি, ‘তাই আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর। এবং আমি আমার সতীর্থ ও সকল বন্ধুদের অনুরোধ করছি তারা যেনো তাদের সামর্থ্য অনুযায়ী এই খেটে-খাওয়া মানুষ দের পাশে দাঁড়ায়।’

সাখাওয়াত রনি জানান’ আমি আমার সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় আহার অসহায় মানুষদের মাঝে বিতরণ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি৷ এভাবেই যদি সমাজের বিত্তশালী লোকেরা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে খাদ্য সংকটে ভুগতে হবে না রোজ আনে রোজ খায় এমন মানুষজনদের৷ আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে যে যা পারে সে অনুযায়ী গরীব মানুষদের সাহায্য করা উচিত।’

বিজ্ঞাপন

করোনাক্রান্তিতে দেশের সকল মানুষকে অনুরোধ করে আরিফ জানান, ‘আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বিনা প্রয়োজনে গৃহ থেকে বের হবেন না। এবং সকলে নিয়মিত সালাত আদায় করে মহান আল্লাহ তায়া’লা র কাছে সবাই সবার জন্য দোয়া করবেন যেনো আল্লাহ আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করে।’

করোনা মোকাবিলা করোনাভাইরাস দুস্থদের পাশে ফুটবলাররা ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর