Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফের পর স্থগিত হলো মোহামেডানের নির্বাচন


৩০ মার্চ ২০২০ ১৮:৪৩

ঢাকা: করোনাভাইরাসের কারণে স্থবির অবস্থাকে বিবেচনায় রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর নির্বাচন স্থগিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্যাসিনো কাণ্ডের পর ঘুরে দাঁড়ানো মোহামেডান নির্বাচন স্থগিত করেছে অনির্দিষ্টকালের জন্য।

আগামী ১৮ এপ্রিল দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং লিমিডেটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হওয়ার কথা ছিল।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাবটির সাধারণ সভা ও নির্বাচন স্থগিতের কথা জানানো হয়েছে। গত ১৫ মার্চ অনুষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের সর্বশেষ বোর্ড সভায় ১৮ এপ্রিল এজিএম ও নির্বাচনের দিন নির্ধারণ হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান জানিয়েছে- সারা বিশ্বের মতো বাংলাদেশও মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত। এ ধরনের পরিস্থিতিতে পূর্ব ঘোষিত ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

নির্বাচন স্থগিত মোহামেডান স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর