করোনা মোকাবিলায় এগিয়ে আসছেন আকরাম, দুর্জয়রাও
৩০ মার্চ ২০২০ ১২:১৪ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৩:০১
প্রাণঘাতী করোনা মোকাবিলায় জাতীয় দলের ক্রিকেটাররা তাদের চলতি মাসের বেতনের অর্ধেক দিয়ে দিয়েছেন। গত পরশু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের জন্য ঘোষণা করেছেন ত্রিশ হাজার টাকা। এবার এগিয়ে আসছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেকরা।
সোমবার (৩০ মার্চ) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি জানিয়েছেন, ‘আমি সবাইকে ফোন করছি। আমি এই মুহুর্তে চট্টগ্রামে আছি। সবাইকে ফোন করছি। পাইলট (খালেদ মাসুদ পাইলট), দুর্জয় (নাইমুর রহমান দুর্জয়) ওর এলাকায় আছে। সাবেক যারা অধিনায়ক আছে, প্লেয়ার আছে, আর্থিক অবস্থা ভালো তাদের নিয়ে একটি তহবিল গঠন করে করোনায় আক্রান্তদের সাহায্যর চেষ্টা করছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা এটা করে ফেলব। আমাদের লক্ষ্য ২০ লাখ টাকার একটি তহবিল গঠনের। যতটা পারি।’
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের উদ্ভুত পরিস্থিতিতে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেটের মোট ২৭ জন খেলোয়াড় তাদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ ৩১ লাখ টাকা। তবে কর বাবদ ৫ লাখ টাকা বাদ দিয়ে তা দাঁড়িয়েছে ২৬ লাখ টাকায়।
এদিকে গেল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তির সঙ্গে যে সকল ক্রিকেটার আবদ্ধ নন কিন্তু বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন, তাদের জন্য এক কালীন ত্রিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা ঘোষণা করেছেন লাল সবুজের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। প্রিমিয়ার লিগ বন্ধকালীন সময়ে তাদের কল্যাণের বিষয়টি মাথায় রেখেই তিনি এই অনুদান ঘোষণা করেছেন।
আকরাম খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাবেক ক্রিকেটার