Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অশুভ’ ইঙ্গিত দিলেন উয়েফা সভাপতি


২৯ মার্চ ২০২০ ১৮:২৬ | আপডেট: ২৯ মার্চ ২০২০ ১৮:৪৫

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। খেলাধুলা মানেই এক জায়গায় অনেক লোক সমাগম। আর চিকিৎসকরা বলছেন জনসমাগমে দ্রুত ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ফলে অল্প দিনের ব্যবধানে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ক্রীড়া আসর। করোনার প্রকোপ কমলেই শুরু করা হবে টুর্নামেন্টগুলো- আয়োজকরা ভেবে রেখেছেন এমনটিই।

কিন্তু সহসাই যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়? মার্চ, এপ্রিল পেরিয়ে জুনেও যদি খেলাধুলার পরিবেশ সৃষ্টি না হয় তবে? উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ইঙ্গিত দিলেন তেমনটা হলে বাতিল হয়ে যেতে পারে ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুম।

বিজ্ঞাপন

আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘পুনরায় শুরু করতে না পারলে সম্ভবত বাতিল হয়ে যাবে মৌসুম। এবারের মৌসুম আবারও শুরু করার তিনটি বিকল্প আছে আমাদের, তা হলো মে মাসের মাঝামাঝি, জুন অথবা জুনের শেষে।’

উয়েফা সভাপতি বললেন, ‘পরিস্থিতি বিচার করে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা শুরু করার কথাও ভাবা হবে।’ সেফেরিন আরো বলেন, ‘দর্শকশূন্য মাঠ খেলা হবে, এটা আমি কল্পনা করতে পারি না। তবে এখনো আমি জানি না খেলা শুরু হবে কিনা, সেটা দর্শকসহ হবে নাকি দর্শক ছাড়া।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপে ইউরোপীয় ফুটবলে সবার আগে বন্ধ হয়ে যায় ইতালিয়ান সিরি ‘আ’। পর্যায়ক্রমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, বিশ্বকাপ বাছাইসহ প্রায় সব ধরনের ফুটবল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ইউরো পিছিয়ে দেওয়া হয়েছে পাক্কা এক বছর।

অশুভ সংকেত উয়েফা প্রেসিডেন্ট ফুটবল স্থগিত