Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচীনের চেয়ে বেশি দান, পেলেন মোদির প্রশংসা


২৯ মার্চ ২০২০ ১৪:৩২

বিশ্বজুড়ে মহামারি ধারণ করা করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত উপমহাদেশেও। এর মধ্যেই ভারতেই এক হাজারের বেশি আক্রান্ত হয়েছে। আর মহামারি রুখতে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন ব্যবস্থা। ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অনেক তারকা অ্যাথলেটরা। মাশরাফি-তামিম থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদিসহ অনেকেই কম বেশি আর্থিকভাবে করোনায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করেছেন। ভারতে অলরাউন্ডার সুরেশ রায়নাও এবার সেই তালিকাত নাম লেখালেন। করোনার ক্ষতিগ্রস্থদের দান করলেন ৫২ লাখ রুপি।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) টুইটারে এক বার্তায়  নিজেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার সুরেশ রায়না। তিনি মনে করেন মানবিকতার কথা চিন্তা করে এই দু:সময় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নৈতিক দায়িত্ব।

গোটা ভারত লকডাউনে যাওয়ায় অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন সেদেশের আরও অনেক ক্রিকেটার। এর আগে সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি পশ্চিম বঙ্গে ৫৬ লাখ টাকার চাল দেওয়ার ঘোষণা দেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ রুপি দান করেন।

এবার শচীনকেও ছাড়িয়ে গেলেন সুরেশ রায়না। একাই দান করলেন ৫২ লাখ রুপি। তবে এর মধ্যে ৩১ লাখ রুপি দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে। আর বাকি ২১ লাখ রুপি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।

সুরেশ রায়নার এমন উদ্যোগে বেশ খুশি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তো টুইটারে বার্তা দিয়েই প্রশংসা করেন রায়নার। মোদি লেখেন,‘দ্যাট’স অ্যা ব্রিলিয়ান্ট ফিফটি’।

অর্থ দান করোনা মহামারি করোনা মোকাবিলা করোনাভাইরাস প্রধানমন্ত্রীর তহবিল সুরেশ রায়না

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর