Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার বাস্কেটবল-হকি-ফুটসাল কম বেতনে রাজী, বিপরীতে মেসিরা


২৯ মার্চ ২০২০ ১৪:১৪

মহামারি করোনার প্রকোপে পড়ে স্থবির বিশ্ব। স্থবির হয়ে আছে বিশ্বের ক্রীড়াঙ্গনও। আর এমন অবস্থায় লোকসান গুণতে হচ্ছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে। তাই তো উদ্ভুত এমন পরিস্থিতিতে ক্লাবের খরচ কমাতে খেলোয়াড়দের দ্বারে ক্লাব। ফুটবল ক্লাব বার্সেলোনাও এর বাইরে নয়। ক্লাবের ব্যয় ভার কমাতে লিওনেল মেসিদের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ। তবে ক্লাব প্রেসিডেন্টকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। সাফ জানিয়ে দিয়েছেন বেতন কমানোর ব্যাপারে রাজী নন তারা।

বিজ্ঞাপন

করোনার প্রভাবে বন্ধ হয়ে যাওয়া ক্রীড়া ইভেন্টের কারণে লোকসান গুনতে হচ্ছে বার্সেলোনাকে। আর সেই সঙ্গে খেলোয়াড়দের পেছনে ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ বিলিয়ন ইউরো। আর চলতি মৌসুমে এই ব্যয় কমাতেই বার্সেলোনার ফুটবল বাস্কেটবল, হকি এবং ফুটসাল দলের দ্বারস্থ হয় ক্লাব।

ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের কাছে অনুরোধ করে এমন পরিস্থিতিতে তারা যেন বেতন কম নেয়। তবে ক্লাব এও জানিয়ে দেয় যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার প্রাপ্য বেতনই দেওয়া হবে সকল খেলোয়াড়দের। এই প্রস্তাবে বার্সেলোনার অধীন বাস্কেটবল, হকি এবং ফুটসাল দল রাজী হলেও অস্বীকার করে বসেন লিওনেল মেসির নেতৃত্বাধীন ফুটবল দল।

বার্সেলোনা ফুটবল দলের চার অধিনায়ক লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, জেরার্ড পিকে এবং সার্জিও রবের্তো মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা কিছুতেই ক্লাবের দেওয়া প্রস্তাব গ্রহণ করবেন না বলে জানিয়ে দেয়। অন্যদিকে হ্যান্ডবল দলের ভিক্টর থমাস, হকি দলের আইতর ইগুররোলা এবং ফুটসাল দলের সার্জিও লোজানো তাদের দেওয়া প্রস্তাব গ্রহণ করে। এবং এমন দুর্বিষহ সময়ে ক্লাবের পাশে এসে দাঁড়ায়।

বার্সেলোনার হ্যান্ড দলের উইঙ্গার ভিক্টর থমাস বলেন, ‘দেখুন এই পরিস্থিতিতে বিশ্বের সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সবারই খুব কঠিন সময় অতিবাহিত হচ্ছে। আর এমন সময়ে আমাদের সবার উচিৎ ক্লাবের পাশে এসে দাঁড়ানো। যেকোনো পরিস্থিতিতেই ক্লাবের পাশে এসে আমাদের দাড়াতে হবে এই বিপদের মুহুর্তে।’

হকি দলের অধিনায়ক আইতর ইগুররোলা বলেন, ‘আমাদের প্রথম যখন ক্লাবের পক্ষ থেকে বেতন কমানোর প্রস্তাব দেওয়া হয় আমি সরাসরি তখনই ক্লাবের সঙ্গে যোগাযোগ করি। আমি তখনই তাদের বলেছু যাই হোক না কেন আমরা ক্লাবের সঙ্গে আছি। যে ক্লাব আমাদের এত কিছু দিয়েছে তার বিপদের সময় আমাদেরই এগিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

আর ফুটসাল দলের অধিনায়ক সার্জিও লোজানো বলেন, ‘আমরা অনেক কঠিন সময় পার করছি। তবে এখানে সব থেকে বড় বিষয়টি হচ্ছে ক্লাবকে নিয়ে। আমাদের জায়গা থেকে যতটুকু সাহায্য করা সম্ভব, ততটুকু সাহায্য আমরা ক্লাবের জন্য করব।’

অন্যদিকে বার্সেলোনার ফুটবল দলের অধিনায়কেরা এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তেই অনড় রয়েছেন।

জেরার্ড পিকে ফুটবল দল ফুটসাল দল বার্সেলোনা বাস্কেটবল দল বেতন কমাবে না লিওনেল মেসি হকি দল

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর