Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা শেষ এবার অধিনায়কও হতে পারবেন স্মিথ


২৯ মার্চ ২০২০ ১১:৫৮

দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে বল টেম্পারিংয়ের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও স্টিভ স্মিথের ওপর ছিল অধিনায়কত্বের নিষেধাজ্ঞাও। অর্থাৎ অস্ট্রেলিয়ার হয়ে এক বছর ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা ছিল স্মিথের আর সে সঙ্গে অধিনায়কত্ব করার নিষেধাজ্ঞা ছিল দুই বছরের। অবশেষে শেষ হলো সেটিও। অজি ক্রিকেট বোর্ড চাইলেই এখন আবারও অধিনায়কত্বের ভার তুলে দিতে পারে স্টিভ স্মিথের কাধে।

বিজ্ঞাপন

পুর বিশ্ব এখন টালমাটাল করোনাভাইরাসের প্রকোপে। বিশ্বজুড়ে প্রায় ৭ লাখ মানুষ আক্রান্ত এবং ৩১ হাজারের কাছাকাছি মানুষ মারা গেছে। এমন পরিস্থিতিতে বিশ্বের ক্রীড়াঙ্গন এখন স্থবির। সেই পরিস্থিতির মধ্য দিয়েই রোববার (২৯ মার্চ) স্টিভ স্মিথের অধিনায়কত্বের ওপর থেকে দুই বছরের নিষেধাজ্ঞা শেষ হলো।

স্মিথ আর ওয়ার্নার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও ক্যামেরুন ব্যানক্রফট ফিরতে পারেননি। অ্যাশেজের দুই ম্যাচে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ। শেষ পর্যন্ত দল থেকেই বাদ পড়েন ব্যানক্রফট। অন্যদিকে ডয়ারেন লেহ্যম্যানের জায়গায় অজিদের কোচের দায়িত্বে বসেছেন জাস্টিন ল্যাঙ্গার।

করোনাভাইরাসের প্রকোপে ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে স্মিথদের। আর সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বাংলাদেশ এবং ইংল্যান্ড সফরও আছে হুমকির মুখে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলও।

নাইন’স স্পোর্টসকে স্মিথ বলেন, ‘আমার মনে হয় আইপিএল মাঠে গড়ানোর কোনো সম্ভবনায় নেই এই মুহুর্তে। কিছুদিনের মধ্যেই হয়তো কোনো বৈঠক হবে সেখান থেকেই আইপিএলের ভাগ্য নির্ধারণ হবে। আমি নিজেকে সতেজ রাখার চেষ্টা করছি। নিজেকে শারীরিক, মানসিক উভয় দিক দিয়েই তৈরি রাখছি।’

অধিনায়ক অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা বল টেম্পারিং সস্টিভ স্মিথ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর