Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিতদের সহযোগিতায় সাকিবের ‘মিশন সেইভ বাংলাদেশ’


২৯ মার্চ ২০২০ ০০:৫২

এই মুহুর্তে দেশে নেই সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা হোম কোয়ারেনটাইনে আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এই কঠিন সময়ে বাংলাদেশের হয়ে করোনাভাইরাসের বিপক্ষে ঠিকই লড়ছেন সাকিব। বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা দিচ্ছিলেন। সাকিব হয়তো এতটুকুই যথেষ্ট মনে করছেন না! করোনার প্রকোপে অসুবিধায় পড়া সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতায় এবার এগিয়ে এলেন বাংলাদেশের সাবেক আধিনায়ক।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মানবসংস্পর্শে ছড়ায় বলে এটির দ্রুত ছড়িয়ে পড়া রুখতে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই পরামর্শ কার্যকর করতে সচেষ্ট সর্ব পর্যায়। এতে স্বাভাবিকভাবেই বিপদে পড়ে গেছেন প্রতিদিনের জীবিকা প্রতিদিন উপার্জন করা মানুষরা। সাধারণ খেটে খাওয়া মানুষদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

এই মানুষদের সহযোগিতার জন্যই ফাউন্ডেশন খুলেছেন সাকিব। তার ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করবে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামে। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে সহায়তা সংগ্রহ করে তা বিতরণ করা হবে।

রোববার (২৯ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন সাকিব নিজেই। বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন-

‘সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য। “মিশন সেইভ বাংলাদেশ” করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, সেবা এক্সওয়াইজেড, এবং সমকালের একটি যৌথ উদ্যোগ।

এবং এর ধারা অনুযায়ী “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন” এর সর্বপ্রথম সহায়তা যাচ্ছে “মিশন সেইভ বাংলাদেশ” নামক একটি উদ্যোগে।

“মিশন সেইভ বাংলাদেশ” করোনাভাইরাসের প্রভাবকে মোকাবিলা করতে দ্য ডেইলি স্টার, সেবা এক্সওয়াইজেড, এবং সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রোজেক্টটির উদ্দেশ্য হলো করোনাভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন-আয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষদের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে এই প্রকল্পটি এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।

করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন সাকিব আল হাসান সেইভ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর