Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হারালেন হাবিবুল বাশার


২৮ মার্চ ২০২০ ১৬:২৪

দুর্যোগ আর কাকে বলে! এমনিতেই করোনা আতঙ্কে স্থবির সারা দেশ। এর মধ্যে ইহজগতের সবচেয়ে বড় দু:সংবাদটি পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিুবুল বাশার সুমন। মা রিজিয়া বেগম আর নেই। শনিবার (২৮ মার্চ) দুপুরে ইহকালের সকল মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন পরপারে।

দীর্ঘ্যদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন হাবিবুল বাশারের মা। অবশেষে দুপুরে নিজবাড়ী কুষ্টিয়ায় ত্যাগ করলেন শেষ নি:শ্বাস।

বিজ্ঞাপন

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন জাতীয় দলে তার অগ্রজ ও সহকর্মী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেছেন, ‘আজ দুপুর ১টার কিছুক্ষণ পর সুমনের মা ইন্তেকাল করেছেন। উনি দীর্ঘ্যদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সুমনের কুষ্টিয়া যাওয়ার কথা আছে। কিন্তু করোনায় দেশের যে অবস্থা তাতে এখনো তা চূড়ান্ত নয়।’

হাবিবুল বাশার বাবাকে হারিয়েছেন আগেই। বছর কয়েক আগে হারিয়েছেন মেঝ ভাই সাবেক স্বনামধন্য ফুটবলার এবং ঢাকা মোহামেডানের এক সময়ের গোলকিপার একরামুল বাশার তুহিনকেও।

মা হারালেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর