Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার প্রভাবে অস্ট্রেলিয়ার ফুটবলে কর্মী ছাটাই


২৭ মার্চ ২০২০ ২০:৩৮

করোনাভাইরাসে সারাবিশ্বে মারা গেছে ২৪ হাজারেও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ লাখ মানুষ। তবে ভুগছে হয়তো বিশ্বের সব মানুষই! জনসংস্পর্শে করোনার সংক্রামণ ছড়ায় বলে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর এই ঘরে থাকার প্রয়োজনীয়তা বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছে।

করোনার প্রভাবে বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। যার প্রভাবটা ক্রীড়া অর্থনীতিতে ভালোভাবেই পড়ছে। আর এই প্রভাবে ইতোমধ্যেই চাকরি হারাতে শুরু করেছে মানুষজন।

বিজ্ঞাপন

করোনার প্রভাবে আন্তর্জাতিক ফুটবল, ইউরোপিয়ান ফুটবল বন্ধ হলেও অস্ট্রেলিয়ার ঘরোয় ফুটবল চলছিল। দর্শকহীন মাঠে চলছিল খেলা। এতে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতি হয়েছে। নিজেদের টিকিয়ে রাখার উদ্দেশে এই আর্থিক ক্ষতি মোকাবিলায় ৭০ ভাগ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ)।

এ বিষয়ে এফএফএ’র প্রধান নির্বাহী জেমস জনসন বলেন, ‘সিদ্ধান্তটা খুবই কঠিন। কিন্তু এছাড়া আমাদের উপায় ছিল না। সংগঠনকে স্থিতিশীল করার কথা ভাবতে হবে। সারা বিশ্বের সব ধরনের প্রতিষ্ঠানই করোনা সংক্রামণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, অস্ট্রেলিয়া ফুটবলও এর ব্যতিক্রম নয়।’

ফুটবলের মতো কর্মী ছাড়াইয়ের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ও রাগবিতেও। অস্ট্রেলিয়ায় ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৩ জন।

অস্ট্রেলিয়া করোনাভাইরাস ফুটবল কর্মী ছাটাই মোকাবিলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর