Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত


২৬ মার্চ ২০২০ ২২:১৩ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ২২:১৭

করোনাভাইরাসের কারণে আগামী ৩০ জুন পর্যন্ত ২০২১ সালের টি-টোয়েন্টি ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট সরকার এবং গণস্বাস্থ্য কর্তৃপক্ষের পরমর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

জুলাইয়ের আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কুয়েত, দক্ষিণ আফ্রিকা, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া এবং ফিনল্যান্ডে। আগামী ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। মারা গেছে ২১ হাজারেরও বেশি মানুষ।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর