করোনা মোকাবিলায় এগিয়ে আসার কথা ভাবছে বিসিবি
২৫ মার্চ ২০২০ ১৪:৩৩
করোনা মোকাবেলায় মাসিক বেতনের অর্ধেক দিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ২৭ সদস্য। এর বাইরেও অনেক ক্রিকেটারই ব্যক্তিগত উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সহযোগিতার অভিপ্রায় প্রকাশ করেছেন। এবার এগিয়ে আসার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সরকারের সাথে আলোচনা সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) সারাবাংলাকে এতথ্য দিলেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে ভাবছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে এখনো আসেনি। সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব আমরা। সিদ্ধান্ত এলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেটের মোট ২৭ জন খেলোয়াড় তাদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ ৩১ লাখ টাকা। তবে কর বাবদ ৫ লাখ টাকা বাদ দিয়ে তা দাঁড়িয়েছে ২৬ লাখ টাকায়।
করোনাভাইরাস করোনাভাইরাস মোকাবিলা টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাহায্যে