Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তাঘাটে অবাধ বিচরণ, দুশ্চিন্তায় শোয়েব আখতার


২৫ মার্চ ২০২০ ০০:১০

মানবসংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ছে মহামারী করোনাভাইরাস। ফলে চিকিৎসকরা বার বার জনসমাগম এড়িয়ে চলার কথা বলছেন। জরুরী প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের না হওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু কে শোনে কার কথা? অবাধে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বিষয়টি নিয়ে চিন্তিত শোয়েব আখতার।

মঙ্গলবার (২৪ মার্চ) জরুরী কিছু কাজে বাসার বাইরে বের হয়েছিলেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা। বাইরে গিয়ে দেখেন, কেউ পিকনিক করে বেড়াচ্ছে, কেউ আনন্দ করে রেস্টুরেন্টে খাচ্ছেন। এই বিষয়গুলোর সমালোচনা করেছেন পাকিস্তানি এই তারকা।

বিজ্ঞাপন

নিজের ইউটিউব চ্যানেলে আজ একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি জরুরি কয়েকটি কাজের জন্য আজ বের হয়েছিলাম। কারও সঙ্গে হাত মেলাইনি, কোলাকুলিও করিনি। আমার গাড়ির জানালা পুরোটা সময় বন্ধ ছিল, যত দ্রুত সম্ভব আমি বাড়িতে ফিরে এসেছি। কিন্তু আমি বাইরে যা দেখলাম তা খুবই দুশ্চিন্তার ব্যাপার! দেখলাম চারজন একটি বাইকে করে ঘুরছে, তারা পিকনিক করতে যাচ্ছে। বাইরে মানুষজন একসঙ্গে খাবার খাচ্ছে। সেখান থেকে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছে। এখনও কেন রেস্টুরেন্টগুলো খোলা, কেন সেগুলো বন্ধ করা হয়নি?’

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিবেশী ভারতে এরই মধ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে। ভারতের উদাহরণ টেনে শোয়েব বলেন, ‘ভারতে মানুষ কারফিউয়ে আছে। পাকিস্তানে আমরা তাদের ঘোরাঘুরি আটকাতে পারছি না। ৯০ ভাগ ক্ষেত্রেই তো মানুষের স্পর্শ থেকে ছড়ায় এটা, কিন্তু আমরা বাসায় থাকতে রাজি নই। আমরা কি করছি? এটা বিপজ্জনক, এটা মানুষের জীবন নিয়ে খেলা।’

শোয়েব বলেন, ‘আমরা বুঝতেই পারছি না করোনাভাইরাস কত বড় হুমকি। এমন গুজবে কান দেবেন না যে, এই ভাইরাস গরমে ছড়ায় না কিংবা তরুণদের আক্রান্ত করে না। মানুষজন অবাধে ঘুরে বেড়াচ্ছে, বাইরে যাওয়ার কি দরকার?’

বিজ্ঞাপন

সারাবিশ্বে হুঁ হুঁ করে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি মানুষ মারা গেছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছে চার লাখেরও বেশি মানুষ। পাকিস্তানের আক্রান্ত হয়েছে প্রায় নয়শ মানুষ। মারা গেছে ৬ জন।

আতঙ্কিত করোনাভাইরাস পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর