Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোয়ারেনটাইনে থেকে’ অলিম্পিক প্রস্তুতি নিচ্ছেন রোমান সানা


২৪ মার্চ ২০২০ ১৮:১৫

ঢাকা: মহামারি করোনায় পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। তবে অলিম্পিক আয়োজন থেকে এখনও সরে আসার সিদ্ধান্ত নেয়নি জাপান। টোকিও অলিম্পিকের মশাল ঘুরছে দেশটির ফাঁকা শহরগুলোতে। এমন অবস্থায় হাল ছেড়ে দেননি দেশসেরা তীরন্দাজ রোমান সানা।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতার কারণে অনিশ্চয়তায় চাঁদরে আবদ্ধ থাকা টোকিও অলিম্পিকের ভাগ্য চিকন সুতোয় ঝুলছে। যেকোনো সময়েই স্থগিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরমধ্যে কানাডা এবং অস্ট্রেলিয়া অলিম্পিক থেকে তাদের নামও প্রত্যাহার করে নিয়েছে। তবে জাপানের অলিম্পিক কর্তৃপক্ষ আশায় বুক বেঁধে চলেছে।

বিজ্ঞাপন

২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক। হাতে আছে ৩ মাস। তবে বিশ্বব্যাপী করোনা যে রূপ ধারণ করছে তাতে এমন সংকটকালীন সময়ে পুরো ক্রীড়াঙ্গনের চিত্র স্থবিরাবস্থা। তবে অংশ নিতে চাওয়া অনেকই হোম কোয়ারেনটাইনে নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

তাদের একজন দেশের সেরা তীরন্দাজ রোমান সানা। অলিম্পিককে সামনে রেখে গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্রে কোয়ারেনটাইনে থেকেই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার দেশের একমাত্র প্রতিনিধি রোমান সানা।

গত দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) ৩ টি স্বর্ণ, ওয়ার্ল্ড র্যাঙ্কিং স্টেজ থ্রিতে স্বর্ণপদক, ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ের পর সরাসরি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া সানা দেশের বাকী তিরন্দাজদের নিয়ে প্রস্তুতিতে লেগে আছেন।

সানা সারাবাংলাকে জানান, ‘অলিম্পিক এখনও স্থগিত হয়ে যায়নি। তাই আমিও করোনা সংক্রমণ এড়িয়ে পূর্ণ নিরাপত্তা নিয়েই কোয়ারেনটাইন হয়ে প্রশিক্ষণ কেন্দ্রে প্রস্তুতি নিচ্ছি।’ জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ রোমান সানাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এছাড়া দেশবাসীকে আতঙ্কিত না হয়ে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান রোমান সানা।

অলিম্পিকের প্রস্তুতি তীরন্দাজ রোমান সানা হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর