করোনার বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
২৪ মার্চ ২০২০ ১২:০২ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৩:১৪
মাসখানেকের ব্যবধানে বৈশ্বিক বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাস। পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে ভাইরাসটি। বিশ্বের প্রায় দুইশ’টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে শ্রীলঙ্কার নামও আছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮২ জন মানুষ। এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
করোনাভাইরাসের সংক্রামণ ছড়িয়ে পড়া আটকাতে সরকারকে আড়াই কোটি শ্রীলঙ্কান রুপি অনুদান দিয়েছে এসএলসি। রোববার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস দেশব্যাপী স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেছে। এটা প্রতিরোধের লড়াইয়ে সরকারকে ২৫ মিলিয়ন শ্রীলঙ্কা রুপি অনুদান দিচ্ছে এসএলসি। সরকারকে অনতিবিলম্বে এটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সমস্যার গুরুত্ব বুঝতে পেরে এসএলসি সরকারকে সাহায্য করার জন্য আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।’
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে শ্রীলঙ্কা বোর্ড সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে অনেক আগেই। সেই বিষয়টিও স্মরণ করে দেওয়া হযেছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘বোর্ড এরই মধ্যে সব ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে। সে সঙ্গে জাতীয় ও প্রথম শ্রেণির সব ক্রিকেটারকে ঘরে থাকতে বলে দেওয়া হয়েছে। সরকারের সব নিয়ম কানুন মানতে বলে দেওয়া হয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে। আমাদের খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিরাপদ থাকার আহ্বান জানাচ্ছে।’
ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগে মুগ্ধ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। ক্রিকেট বোর্ড এবং করোনা মোকাবিলায় এগিয়ে আসা সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক টুইট বার্তায় রাজাপক্ষে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ সরকারকে আড়াই কোটি রুপি দান করে সহায়তা করার জন্য। দেশের নানা প্রান্ত থেকে যত সাহায্য আসছে, তাতে ভাষা হারিয়ে ফেলছি। খেলোয়াড়েরা যারা ব্যক্তিগতভাবে সাহায্যের জন্য এগিয়ে আসছেন, তাদেরও ধন্যবাদ। এক সঙ্গে লড়লে আমরা জিততে পারব।’