Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সময়ে ক্রিকেট খেলে হাজতে ৯ ভারতীয়


২৪ মার্চ ২০২০ ১১:৫২ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৩:১৬

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। ভাইরাসটির দ্রুত ছড়িয়ে পড়া রুখতে জনসংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু অনেকেরই এতে নেই কোনো ভ্রুক্ষেপ। ভারতের মহারাষ্ট্রের কয়েক যুবকও তাদের দলে। করোনার বিস্তার ঠেকাতে জনতার কারফিউ ঘোষণা করেছে ভারত সরকার। এর মধ্যেই ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন মহারাষ্ট্রের ৯ যুবক।

এমন কাণ্ডজ্ঞানহীন কাজ সহ্য করেনি ভারতীয় পুলিশ। ক্রিকেট খেলতে নামা ৯ যুবককে গ্রেফতার করে সোজা থানা হাজাতে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে, করোনা ঠেকাতে একসঙ্গে পাঁচের অধিক লোকের সমাবেশ নিষিদ্ধ করেছিল মহারাষ্ট্র পুলিশ। সরকারের কারফিউ অমান্য ও পুলিশের নির্দেশনা অমান্য এই দুই অপরাধে গ্রেফতার করা হয় এই ৯ যুবককে।

অপ্রাপ্ত বয়স্ক বলে গ্রেফতারের কিছুক্ষণ পরই অবশ্য একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি আটজন পরে জামিনে ছাড়া পেয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে অনেক আগেই আইপিএলসহ সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে চারশ ছাড়িয়েছে।

করোনা করোনাভাইরাস ক্রিকেট হাজতে

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর