অলিম্পিক ও ভলিবল কার্যক্রম চলবে অনলাইনে
২৩ মার্চ ২০২০ ২১:২০ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ২১:২৮
ঢাকা: বর্তমানে সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সকল দাফতরিক কার্যক্রম আগামীকাল থেকে অনলাইনে পরিচালিত হবে। একই নিয়মে চলবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যক্রমও।
তবে দুই সংগঠনেরই অফিস বন্ধ থাকছে না। একজন অফিসার ও একজন কর্মী পর্যায়ের লোক অবস্থান করবেন দাফতরিক কার্যালয়ে।
সোমবার (২২ মার্চ) এক বার্তার মাধ্যমে জানানো হয়, ২৩ মার্চ ২০২০ তারিখ থেকে অনলাইনে পরিচালিত হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রম। তবে দাফতরিক জরুরি কার্যক্রম পরিচালনার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি সীমিত করা হয়েছে।
পাশাপাশি করোনাভাইরাস রোধে বিওএ’র সদস্য, ফেডারেশন/অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সশরীরে বিওএ-তে প্রবেশের নিরুৎসাহিতও করা হয়েছে বলে উল্লেখ করা হয় বার্তায়।
প্রয়োজনে টেলিফোন অথবা ইমেইলের মাধ্যমে ([email protected]) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে অ্যাসোসিয়েশন থেকে।
এ বিষয়ে বিওএ’র যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু সারাবাংলাকে জানান, ‘করোনা পরিস্থিতি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসায় থেকে সবাই কাজ করবে। আর অনলাইনে চলবে কার্যক্রম।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভলিবল ফেডারেশন