Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ না যাওয়াতে পাকিস্তানের তত ক্ষতি নেই!


২২ মার্চ ২০২০ ২১:১৮

আন্তর্জাতিক ক্রিকেটে করোনাভাইরাসের প্রভাব পড়া শুরু হতেই তৃতীয় দফার পাকিস্তান সফর স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষভাগে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। এই সফর স্থগিত হয়ে যাওয়াতে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। তবে তা পোষিয়ে নেওয়ার মত উপায়ও আছে পিসিবি’র হাতে। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান এমনটাই জানালেন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট  ইএসপিএন ক্রিকইনফো’কে।

বিজ্ঞাপন

ওয়াসিম খান জানান, বাংলাদেশ সফর বাতিল হওয়ায় পিসিবি’র ক্ষতির অঙ্কটা ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলার। ৪০ মিলিয়ন ডলার হলে বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩৪ কোটি টাকা!

ওয়াসিম খান বলেন, ‘আমরা ভাগ্যবান যে শুধু বাংলাদেশ সিরিজেই ক্ষতি হচ্ছে আমাদের। টেস্ট ও ওয়ানডে না খেলার কারণে আমাদের ৩০ থেকে ৪০ লাখ ডলার ক্ষতি হচ্ছে।’

অবশ্য তা পোষিয়ে নেওয়ার উপায়ও আছে তাদের হাতে। টেন স্পোর্টসের সঙ্গে পিসিবি’র টিভি স্বত্বের চুক্তি শেষ হতে যাচ্ছে শীঘ্রই। নতুন চুক্তিতে মোটা অংকের অর্থ প্রাপ্তির আশা করছে পিসিবি। সম্প্রতি জার্সির স্পনসর নির্ধারণ হয়েছে। সেখান থেকেও ভালো অংকের টাকা এসেছে।

ওয়াসিম খান বলেন, ‘আমাদের জার্সির স্পনসর নির্ধারণ হয়েছে, ফলে এখানে আমাদের ক্ষতি বেশি হচ্ছে না। একই সঙ্গে আমরা নতুন স্পনসর খুঁজছি। আমাদের টিভি সম্প্রচার স্বত্ব শেষ হচ্ছে। বাংলাদেশ সিরিজটি ছিল টেন স্পোর্টসের সঙ্গে আমাদের শেষ সিরিজ।’

উল্লেখ্য, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ দল। তৃতীয় দফার সফরে প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ১ এপ্রিল। আর টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ৫ এপ্রিল।

করোনাভাইরাস পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর