Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাফিজকে পিসিবির কড়া বার্তা


২২ মার্চ ২০২০ ২১:৩২

শারজিল খানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ে প্রশ্ন তোলায় মেহাম্মদ হাফিজের উপর বেজায় চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।বোর্ডের এসব অভ্যন্তরীণ বিষয় নিয়ে না ভেবে হাফিজকে নিজের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়াসিম।

২০১৭ সালের পিএসএলে ম্যাচ ফিক্সিং করে নিষেধাজ্ঞা পেয়েছিলেন শারজিল খান। গত বছর বোর্ড ও পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন অনুতপ্ত শারজিল। তাতে পিসিবি তার নিষেধাজ্ঞা তুলে নেয়। মনে করা হয়, দারুণ সম্ভাবনাময় বলেই শারজিলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিসিবি। এদিকে, নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া শারজিল এবারের পিএসএলে দাপুটে খেলেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাফিজ টুইট করেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য মর্যাদা ও গর্বের চেয়ে অন্য কোনো ‘বাড়তি প্রতিভা’ দিয়ে মানদণ্ড নির্ধারণ করা উচিত নয়।’

বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে হাফিজের এই মন্তব্যের প্রেক্ষিতে ওয়াসিম খান বলেন, ‘অন্য খেলোয়াড়দের সমালোচনা করা বা ক্রিকেট বোর্ডের নীতিমালা কেমন হওয়া উচিত তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা বর্তমান খেলোয়াড়দের উচিত নয়।’ ওয়াসিম বলেন, ‘বিশ্ব ক্রিকেটের অনেক বিষয় নিয়েই তারা তাদের মতামত দিতে পারে, কিন্তু খেলোয়াড়দের কোনটা সঠিক, কোনটা ভুল সেটা নিয়ে নয়। এটা বোর্ডের ওপর ছেড়ে দেওয়া উচিত।’

পিসিবি সিইও বলেন, ‘এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে হাফিজের সঙ্গে কথা বলব। আমি মনে করি না এটা তার বলার জায়গা। বিশ্বের কোনো খেলোয়াড়ই এটা করে না। আমার দর্শন হলো, সে (হাফিজ) তার নিজের খেলায় মনোযোগ দিবে, ক্রিকেটিয় মতামতে মনোযোগ দেবে। কিন্তু অন্য খেলোয়াড়দের সম্পর্কে ব্যক্তিগত মতামত দেবে না।’

বিজ্ঞাপন

খেলোয়াড়দের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পিসিবির সিদ্ধান্তে হাফিজের আঙ্গুল তোলা অবশ্য নতুন নয়। ২০১৫ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আমিরকে জাতীয় দলে ডাকা হয়েছিল। তার প্রতিবাদে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন হাফিজ। পরে পিসিবির মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

পিসিবি মোহাম্মদ হাফিজ ম্যাচ ফিক্সিং শারজিল খান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর