অসাধু ব্যবসায়ীদের ওপর চটেছেন রুবেল
২১ মার্চ ২০২০ ১৬:২৪ | আপডেট: ২২ মার্চ ২০২০ ০২:০৭
করোনাভাইরাসের আতংকে কাঁপছে পুরো বিশ্ব। আতংক ছড়াচ্ছে বাংলাদেশেও। স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন। মারা গেছেন দু’জন। চিকিৎসকরা বলছেন, মানবসংস্পর্শ এড়িয়ে চললে এই ভাইরাসের ঝুঁকি কমে যায়। ফলে জনসাধারণকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, এই সুযোগে বাজার অস্থিতিশীল করে তুলছে কিছু অসাধু ব্যবসায়ী।
মানবসংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শের কারণে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কে বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা বেড়ে গেছে। এই সুযোগে এই সকল পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি কিছুতেই মানতে পারছেন না বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এ বিষয়ে নিজের ফেরিভাইড ফেসবুক পেজে লম্বা এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ এই পেসার বলেছেন, ‘এরাই বাংলাদেশের আসল করানাভাইরাস।’
করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। করোনা ছড়িয়ে পড়লে মাস্কের মতো দ্রব্যের দাম কমিয়ে দিয়েছিলেন দেশটির উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু বাংলাদেশে উল্টো দাম বেড়ে গেছে। রুবেল বলেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চীনে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই (বাংলাদেশে) ৫ টাকার মাস্ক ৫০ টাকা আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা। কারণ আমরা লোভী অমানুষ।’
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি উদাহরণ টেনেছেন রুবেল, ‘শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয়ে আমরা সবাই এক নই। কেন?‘
রুবেল আরো বলেন, ‘মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সকল লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’