Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা সতর্কতা: বাসা থেকে কাজ করবেন বিসিবি কর্মীরা


২১ মার্চ ২০২০ ১৫:২৪

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ইতোমধ্যেই দেশে সকল ধরনের ক্রিকেট বন্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। খবরটি খুব বেশি দিন আগের নয়। গেল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিসিবিতে এক সংক্ষিপ্ত সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন এ ঘোষণা দিয়েছিলেন। এর ঠিক এক দিন বাদে খবর এল, প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে বিসিবির দাপ্তরিক কাজের ধরনেও পরিবর্তন আনা হয়েছে। রোববার (২২ মার্চ) থেকে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার কর্মকর্তা ও কর্মচারিরা বাসা থেকে দাপ্তরিক কাজ সারবেন। এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ নির্দেশনা দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, রোববার থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে। জরুরী প্রয়োজনে বা যে কাজটি অফিসের বাইরে করা সম্ভব নয় কেবল সেক্ষেত্রেই অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ায় ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডসহ বেশ কয়েকটি দেশের বোর্ডের কর্মকর্তাদের বাসা থেকে অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার বিসিবিও সেই পথ অসুসরণ করল।

করোনাভাইরাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর