Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের খরচ যোগাবে ‘এএস রোমা’


২১ মার্চ ২০২০ ১১:০৭ | আপডেট: ২১ মার্চ ২০২০ ১১:০৮

করোনাভাইরাসের প্রকোপে স্তব্ধ হয়ে আছে পুরো ইতালি। শেষ ২৪ ঘন্টায় মৃত্যের সংখ্যা ছুঁয়েছে ৬২৭। আর এমন পরিস্থিতিতে ইতালির হাসপাতালগুলোর পাশে দাঁড়াচ্ছে সে দেশের ফুটবল ক্লাব। এএস রোমা ঘোষণা দিয়েছে তারা হাসপাতালের কিছু খরচের যোগান দিবে।

ক্লাবের খেলোয়াড়েরা ইতোমধ্যেই  তাদের জার্সি দান করেছেন নিলামে তোলার জন্য। এবং সেই সঙ্গে তারা নিজেদের এক দিনের বেতনও দান করেছেন। এর মধ্যেই এএস রোমার প্রায় ৪ লাখ ৬০ হাজার ডলার সংগ্রহ করেছে। আর এই অর্থ দিয়েই তারা হাসপাতালের খরচ যোগাবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) রোমা ১৩ হাজার মাস্ক এবং ১২০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বোতল সাধারণের জন্য দান করে। আর বৃহস্পতিবার (১৯ মার্চ) ৮ হাজার জোড়া হ্যান্ড গ্লভস এবং ২ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার দান করেছে ইতালির রাজধানীর জন্য।

ইতালি এএস রোমা করোনাভাইরাস খরচ মহামারী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর