Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোনির ‘নীরব বিদায়’ দেখছেন গাভাস্কার


২০ মার্চ ২০২০ ২১:৩৬

করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব।  এক জায়গায় অনেক লোকের জমায়েত দ্রুত করোনা ছড়ায়- চিকিৎসকদের এমন কথাতে ক্রীড়াঙ্গন থমকে গেছে আগেই। সপ্তাহ খানেক পর শুরু হওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্ট। পিছিয়ে দেওয়া তারিখেও আইপিএল শুরু হবে কিনা তাতে সন্দিহান অনেকে।

বিজ্ঞাপন

কারণ বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয় মনে করছেন অনেকে। আইপিএল বাতিলের শঙ্কাও দেখছেন কেউ কেউ। তেমনটা হলে মহেন্দ্র সিং ধোনির তা মানতে হয়তো বড় কষ্টই হবে।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। এদিকে, ধোনির পজিশনে সম্প্রতি সময়ে দারুণ সফল লোকেশ রাহুল, শ্রেয়াস আয়াররা। ঋষভ পন্তকে ধোনির বিকল্প বানানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এমন অবস্থায় ভাতের কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েই দিয়েছেন, ভারতের ওয়ানডে দলে ধোনির জায়গা আর নেই। তবে শাস্ত্রী এটাও বলেছেন, এবারের আইপিএল পারফর্ম করতে পারলে টি-টোয়েন্টি দলে তাকে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে তাকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত।আইপিএলে দারুণ কিছু করে দেখানোর জন্য হাড়ভাঙ্গা অনুশীলনও করছেন ধোনি। কিন্তু এখন আইপিএল মাঠে গড়ানো নিয়েই শঙ্কা!

এদিকে, ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার মনে করছেন, এতো কিছু জয় করে দলে ফেরা সম্ভব হবে না ধোনির। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো ধোনি নীরবে অবসরের ঘোষণা দিবেন বলে মনে করছেন গাভাস্কার।

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘ধোনিকে ভারতের বিশ্বকাপ (টি-টোয়েন্টি) স্কোয়াডে দেখলে আমি খুশিই হবো। তবে আমার মনে হয় না আদৌ এটা হবে। কারণ দল এখন অনেকটা এগিয়ে গেছে। আমার মনে হয় ধোনি নীরবেই বিদায় বলে দিবে। কারণ শোরগোল করে বিদায় বলার লোকে সে নয়।’

বিজ্ঞাপন

আইপিএল বিশ্বকাপ ভারত ক্রিকেট মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর