Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্নের প্রতিষ্ঠানে মদ বন্ধ, তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার


২০ মার্চ ২০২০ ১৫:৫১ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১৫:৫৬

অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের অ্যালকোহল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সেভেন জিরো এইট জিন’ আপাতত মদ তৈরি বন্ধ রেখেছে। এর পরিবর্তে তার প্রতিষ্ঠানে শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস রোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ।

কিংবদন্তি এ লেগ স্পিনার তার টুইটারে এক বার্তায় প্রতিষ্ঠানের কর্মীদের এ কাজ শুরু করায় ধন্যবাদ জানান। এছাড়া ডেইলি টেলিগ্রাফের এক খবরে জানানো হয়, শেন ওয়ার্নের প্রতিষ্ঠানে ১৭ মার্চ থেকে মদ তৈরির কাজ বন্ধ রয়েছে। অ্যালকোহল ব্যবহার করে চলছে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের কাজ।

বিজ্ঞাপন

শেন ওয়ার্ন তার ইন্সটাগ্রামে একটি পোস্টে লিখেন, অস্ট্রেলিয়ার জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময়। এখন আমাদের সবার উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা। আমি খুশি যে সেভেন জিরো এইট-এর সেই সামর্থ্য আছে এবং আশা করি তাদের কাজ অন্যরাও অনুসরণ করবে।

উল্লেখ্য, চীন থেকে উদ্ভূত করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৭ জনের।

এদিকে শুক্রবার সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছেন এবং এতে মৃত্যু হয়েছে একজনের।

শেন ওয়ার্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর