লকডাউনে যাচ্ছে না বিসিবি তবে…
১৯ মার্চ ২০২০ ১৭:১৬ | আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৭:২২
ঢাকা: করোনার সংক্রমণ এড়াতে গত মঙ্গলবার (১৭ মার্চ) ভারত তাদের ক্রিকেট বোর্ড বন্ধ ঘোষণা করেছে। কাজেই প্লেয়ার বা কর্মকর্তা কারোরই বোর্ডে যাওয়ার প্রশ্নও উঠছে না। আপাতকালীন সময়ে সবাইকেই বাসায় বসে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা করছেনও তাই। তবে বাংলাদেশের পরিস্থিতি যেহেতু ভারতের মত অতটা উদ্বেগজনক নয় সেহেতু আপাতত তাদের মত লকডাউনের কথাও ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
মাঠের ক্রিকেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও বোর্ডের দাপ্তরিক কাজ ঠিকই চলবে। কিন্তু একটি নির্দেশনা বোর্ড থেকে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে প্লেয়ার ও বোর্ড কর্মকর্তারা যেন জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বাইরে বের না হন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলব, পরে আরেকটা তা তো হয় না। আমরা নিজেরাই সতর্ক হবো। আপাতত লিগ বন্ধ করেছি। এবং যা করা দরকার করা হবে। এটা শুধু আমাদের জন্য নয়, সকলের জন্য। জিনিসটাকে হালকা করে নেওয়ার কোন সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটুকু সম্ভব বাসা থেকে না বেরুতে বলা হয়েছে। জরুরী কারণ ছাড়া খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বেরুনোর কথা বলা হয়েছে।’
এদিকে প্রাণঘাতী করোনায় বিশ্ব ও দেশব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ক্রিকেটাররা যেন একবারেই না পারতে বাইরে না যান সেই নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান বিসিবি বস।
‘লিগ শুরুর পর আমার জানামতে প্রতিটা খেলোয়াড়কে একটা সতর্কতামূলক নির্দেশনা ক্লাব থেকে দেওয়া হয়েছিল। এখনো তাদের সেসব পরামর্শই দেওয়া হবে। একদম না পারতে যেন বাইরে না যায় তারা। এবং অন্য কারো সংস্পর্শ যত কম আসা যায় তত ভাল। বলছি না লকডাউন করতে হবে, করতে পারলে ভাল হত। ওদেরকে সাবধানে থাকতে হবে।’
প্রসঙ্গত, করোনা বিশ্বব্যাপী যে মহামারী আকার ধারণ করছে এর প্রেক্ষিতে করণীয় নিয়ে এদিন সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তারা। সভায় প্রধান যে সিদ্ধান্তটি এসেছে তা হল- আজকের পর থেকে দেশে অনির্দিষ্টকালের জন্য কোন ধরণের ক্রিকেট মাঠে গড়াবে না। করোনা পরিস্থিতির উন্নতি হলে আবার ক্রিকেট মাঠে ফিরিয়ে আনা হবে।
করোনাভাইরাস নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)