Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা প্রতিরোধে বিসিবি’র সর্বোচ্চ সতর্কতা


১৮ মার্চ ২০২০ ১৭:১১ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ২১:৫১

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। এরই মধ্যে ১৪ জনের শরীরের এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদিকে বুধবার (১৮ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানালো প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে মৃত্যু হয়েছে একজনের। কাজেই বিষয়টি নিয়ে হেলাখেলার সুযোগ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তাই বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

বিজ্ঞাপন

বুধবার দুপরে বোর্ডে প্রবেশের সময় প্রধান ফটক আগলে দাঁড়ালেন একজন নিরাপত্তা কর্মী। হাতে তার হেক্সিসল। সংবাদমাধ্যমকর্মী থেকে শুরু করে, খেলোয়াড়, বোর্ড কর্তা, গ্রাউন্ডসম্যান, আম্পায়ার; যারাই ঢুকছেন তাদের দিকে হেক্সিসলের মাঝারি আকারের একটি বোতল এগিয়ে দিচ্ছেন। যেন ভালো করে হাত পরিষ্কার করে তবেই প্রবেশ করেন।

তারাও আপত্তি করছেন না। করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে বাধ্য হয়েই সবাই হাত পরিষ্কার করে প্রবেশ করছেন লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার দফতরে। সতর্কতার এখানেই শেষ নয়, বোর্ড কর্মকর্তাদের সিংহভাগই মুখে মাস্ক পরে আছেন। পরিচিতদের সঙ্গে হ্যান্ডশেক থেকে বিরত থাকছেন। আর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখছেন।

এদিকে করোনার কারণে ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটও ইতোমধ্যেই স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল ১৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করা হয়। তবে শোনা যাচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে লিগটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হবে।

করোনাভাইরাস বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর