Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফে ভবনে মুজিব কর্নার


১৭ মার্চ ২০২০ ২২:৪৬

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান ফটক ধরে সামনে এগিয়ে গেলে সামনে চোখে পড়বে একটা ঘরের মতো। সেখানে মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেশের ফুটবল যোদ্ধাদের বিভিন্ন স্মৃতি সংবলিত ছবি নিয়ে একটা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। যাকে মুজিব কর্নার হিসেবে এক বছরের জন্য বাফুফে ভবনের সামনে জনগণের জন্য উন্মুখ করে রাখতে চায় ফেডারেশন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ফেডারেশন ভবনে মুজিব কর্নার উদ্বোধন করা হয়। এসময় কোরআনখানী আয়োজন, কেক কাটা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে শততম জন্মবার্ষিকী পালন করা হয়।

বিজ্ঞাপন

মুজিব কর্নার উদ্বোধন শেষে বাফুফে বস কাজী সালাউদ্দিন বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর জন্মদিন। সর্বশ্রেষ্ঠ বাঙালীর জন্মদিন। বঙ্গবন্ধু এ দেশকে জন্ম দিয়েছিলেন বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে বঙ্গবন্ধুর যে সরাসরি সম্পর্ক সেটা এই মুজিব কর্নারের ছবিগুলো প্রমাণ করে দেয়। এবং একটা ছবি নয় অসংখ্য ছবি আছে। দেশবাসীকে জানানোর জন্য ফুটবল ফেডারেশন এই মুজিব কর্নারটি করেছে।’

একটা স্থায়ী মুজিব কর্নার করা হবে বলে জানান বাফুফের সভাপতি।

উক্ত মুজিব কর্নার উদ্বোধনী ও জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সদস্য মোঃ শওকত আলী খান জাহাঙ্গীর, মোঃ আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, মোঃ ইলিয়াছ হোসেন, জনাব মোঃ ইকবাল হোসেন, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, আব্দুর রহিম, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান, ফিফা কাউন্সিল মেম্বার ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে’র সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সদস্যবৃন্দ এবং বিপিএল, বিসিএল, সিনিয়র ডিভিশন, ২য় বিভাগ ও ৩য় বিভাগ ফুটবল লীগের কর্মকর্তাবৃন্দ।

কাজী সালাউদ্দিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার বাফুফে ভবন মুজিব কর্নার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর