Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেফিল শিল্ডে করোনাভাইরাসের ‘জয়’


১৭ মার্চ ২০২০ ১৩:০৫

চীন থেকে ছড়িয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ৮২ হাজার। মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। অস্ট্রেলিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এখন পর্যন্ত দেশটির ৪১৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন। এমন অবস্থা জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর শেফিল্ড শিল্ড চালিয়ে নিতে চায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউ সাউথ ওয়েলসকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ শেষ ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি বলেন, ‘আমরা নিউ সাউথ ওয়েলসকে অভিনন্দন জানাই যারা শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিলো। শেফিল্ড শিল্ডের অবশিষ্টাংশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্ত, খেলোয়াড়, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং ম্যাচ কর্মকর্তাদের সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

শেফিল্ড শিল্ডের পাশাপাশি অস্ট্রেলিয়ার অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলোও বন্ধের ইঙ্গিত দিয়েছেন কেভিন রবার্টস। তিনি বলেন, ‘শেফিল শিল্ড, প্রিমিয়ার ক্রিকেট বা কমিউনিটি ক্রিকেটের মতো টুর্নামেন্টগুলোর সমাপ্তি ঘটবে না বলে অনেকেই হতাশ হবেন। এই টুর্নামেন্টগুলো বন্ধ করে দেওয়া কঠিন সিদ্ধান্ত। তবে এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত।’

উল্লেখ্য, বিশ্বক্রীড়াঙ্গনে করোনার প্রভাব পড়তে শুরু করেছে আরও আগে। আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ আছে। অনেক দেশ ঘরোয়া ক্রীড়া ইভেন্টগুলোও বন্ধ করে দিয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট করোনাভাইরাস ক্রিকেট শেফিল্ড শিল্ড