Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় স্থগিত প্রিমিয়ার লিগ ক্রিকেটের দ্বিতীয় রাউন্ড


১৬ মার্চ ২০২০ ২০:৩২

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। সর্বগ্রাসী এই ভাইরাসের সক্রমণের আতঙ্কে স্থবিরতা দেখা দিয়েছে প্রতিটি ক্ষেত্রেই। ক্রীড়াঙ্গণও যার বাইরে নই। আন্তর্জাতিক অঙ্গণে ক্রীড়ার বড় বড় সব আসর ইতোমধ্যেই স্থগিত হয়ে গেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে খবর এল, এপ্রিলের শুরুতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আপাতত হচ্ছে না। আর সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলাও নির্ধারিত দিনে হচ্ছে না।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক নতুন কোনো সিদ্ধান্ত এলে পরে তা জানিয়ে দেওয়া হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন দেশটির ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিষ্ঠান।

বিসিবির ভাষ্যমতে, দেশের উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ ও ১৯ মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক নতুন কোনো সিদ্ধান্ত এলে পরে তা জানিয়ে দেওয়া হবে।

এরআগে দুপুরে ক্রীড়া মন্ত্রীসভার বৈঠক শেষে দেশের স্পোর্টস ফেডারেশগুলোর সঙ্গে এক সভায় বসেছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেখানে জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এছাড়া আন্তর্জাতিক কোনো ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করবো।

বিজ্ঞাপন

ক্রিকেট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেট খেলায় বল করার সময় বল সুইং করানোর জন্য মুখের লালা ব্যবহার করা হয় যা স্বাস্থ্য ঝুঁকি। তাই আপাতত সব খেলা বন্ধ রাখাই ভালো।

প্রসঙ্গত, ১৫ মার্চ ঢাকার তিন ভেন্যুতে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৯-২০ মৌসুমের খেলা। ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ।

করোনাভাইরাস ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর