Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ সূচি


১৪ মার্চ ২০২০ ২০:৩৩ | আপডেট: ১৪ মার্চ ২০২০ ২০:৪০

করোনাভাইরাসের প্রভাবে রীতিমতো স্তমিত হয়ে পড়েছে বিশ্বক্রীড়াঙ্গন। একের পর এক জনপ্রিয় সব ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে যাচ্ছে। দেশের খেলাধুলাতেও করোনার প্রভাব পড়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুম শুরু হচ্ছে ঠিক সময়েই।

পূর্বনির্ধারিত সময়ে আগামীকাল থেকে মাঠে গড়াবে ডিপিএল। প্রথমে ঢাকার বাইরে আয়োজনের কথা শোনা গেলেও পরে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ঢাকাতেই হবে এবারের ডিপিএল। ১২ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

বিজ্ঞাপন

এবারের ডিপিএল খেলতে যাওয়া ১২টি দল হলো- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্ব স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংখ ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টি ক্লাব, শাইনপুকার ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেকেটার্স, খেলাঘর সমাজকল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়ন, ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব ও প্রাইমেক্স স্পোর্টিং ক্লাব।

চলুন এক নজরে ডিপিএলের পূর্ণাঙ্গ সূচি দেখে নেওয়া যাক-

প্রথম রাউন্ড
১৫ মার্চ আবাহনী বনাম প্রাইমেক্স স্পোর্টিং ক্লাব মিরপুর
১৫ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ওল্ড ডিওএইচএস বিকেএসপি (৪ নম্বর মাঠ)
১৫ মার্চ প্রাইম দোলেশ্বর বনাম ব্রাদার্স ইউনিয়ন ফতুল্লা
১৬ মার্চ শেখ জামাল বনাম খেলাঘর বিকেএসপি (৪ নম্বর মাঠ)
১৬ মার্চ প্রাইম ব্যাংক বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স মিরপুর
১৬ মার্চ মোহামেডান বনাম শাইনপুকুর ফতুল্লা

বিজ্ঞাপন

দ্বিতীয় রাউন্ড
১৮ মার্চ আবাহনী বনাম ওল্ড ডিওএইচএস ফতুল্লা
১৮ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি (৪ নম্বর মাঠ)
১৮ মার্চ প্রাইম দোলেশ্বর বনাম খেলাঘর মিরপুর
১৯ মার্চ শেখ জামাল বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স ফতুল্লা
১৯ মার্চ প্রাইম ব্যাংক বনাম শাইনপুকুর মিরপুর
১৯ মার্চ মোহামেডান বনাম প্রাইমেক্স বিকেএসপি (৪ নম্বর মাঠ)

তৃতীয় রাউন্ড
২১ মার্চ আবাহনী বনাম ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি (৪ নম্বর মাঠ)
২১ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম খেলাঘর ফতুল্লা
২১ মার্চ প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স মিরপুর
২২ মার্চ শেখ জামাল বনাম শাইনপকুর বিকেএসপি (৪ নম্বর মাঠ)
২২ মার্চ প্রাইম ব্যাংক বনাম মোহামেডান মিরপুর
২২ মার্চ ওল্ড ডিওএইচএস বনাম প্রাইমেক্স স্পোর্টিং ক্লাব ফতুল্লা

চতুর্থ রাউন্ড
২৪ মার্চ আবাহনী বনাম খেলাঘর মিরপুর
২৪ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স ফতুল্লা
২৪ মার্চ প্রাইম দোলেশ্বর বনাম শাইনপুকুর বিকেএসপি (৪ নম্বর মাঠ)
২৫ মার্চ শেখ জামাল বনাম মোহামেডান ফতুল্লা
২৫মার্চ প্রাইম ব্যাংক বনাম প্রাইমেক্স বিকেএসপি (৪ নম্বর মাঠ)
২৫ মার্চ ব্রাদার্স ইউনিয়ন বনাম ওল্ড ডিওএইচএস মিরপুর

পঞ্চম রাউন্ড
২৭ মার্চ আবাহনী বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স মিরপুর
২৭ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শাইনপুকুর ফতুল্লা
২৭ মার্চ প্রাইম দোলেশ্বর বনাম মোহামেডান বিকেএসপি (৩ নম্বর মাঠ)
২৮ মার্চ শেখ জামাল বনাম প্রাইম ব্যাংক ফতুল্লা
২৮ মার্চ খেলাঘর বনাম ওল্ড ডিওএইচএস বিকেএসপি (৩ নম্বর মাঠ)
২৮ মার্চ ব্রাদার্স ইউনিয়ন বনাম প্রাইমেক্স মিরপুর

ক্রীড়া ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর