পিসিবি’র দিকে তাকিয়ে বিসিবি
১৪ মার্চ ২০২০ ১৪:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০২০ ১৪:৫৫
করেনাভাইরাস সারবিশ্বেই প্রবল নাড়া দিয়েছে। অন্যান্য খাতের মতো এর প্রভাব পড়েছে ক্রীড়ঙ্গনেও। ভাইরাসের প্রাদুর্ভাব যেন আর ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে একের পর এক বাতিল করা হচ্ছে বৈশ্বিক টুর্নামেন্ট ও ঘরোয়া লিগ। এই তো গতকালই স্থগিত করা হলো ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। স্থগিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরো ফুটবলও। সেই ধারাবাহিকতায় হয়তো বাংলাদেশের পাকিস্তান সফরও পেছাতে পারে। তবে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এপ্রিলের শুরুতেই একটি ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি খেলতে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। কিন্তু করোনা আতঙ্কে তা এই মুহূর্তে মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে গতকাল সভাও করেছে পিসিবি। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সেই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে লাল সবুজের সর্বোচ্চ প্রশাসন বিসিবি।
শনিবার (১৪ মার্চ) সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘পাকিস্তান স্বাগতিক দেশ। সিদ্ধান্তটা পাকিস্তান নেবে। আমরা দেখি পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়। আপনারা দেখেছেন, তাদের ঘরোয়া যে প্রতিযোগিতা হচ্ছে (পিএসএল), সেখান থেকে ৯-১০ জন বিদেশি খেলোয়াড় চলে গেছে। আমরা পাকিস্তানের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি। আমরা তো সফরকারী দল। আমরা যেকোনো সময়ই সিদ্ধান্ত নিতে পারি।’
‘সফরের নির্দেশনা এখন প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছে। চলাফেরার জন্য নির্দেশনা আসছে নতুন করে। আমরা অবশ্যই এটা নিয়ে উদ্বিগ্ন এবং ক্লোজ মনিটরিংয়ে রাখছি। আমরা প্রত্যাশা করছি, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে,’— যোগ করেন বিসিবি সিইও।