Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস আতঙ্কে এবার স্থগিত প্রিমিয়ার লিগ


১৩ মার্চ ২০২০ ১৭:৩৯

করোনাভাইরাসের প্রকোপে দিনকে দিন অচল হয়ে পড়ছে ক্রীড়াঙ্গন। বেশ কিছু ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত এসেছে ইতোমধ্যেই। এবার স্থগিতের ঘোষণা এলো ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল)। করোনার দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) এক জরুরী বৈঠকে স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। স্থগিত থাকা ম্যাচগুলো কখন অনুষ্ঠিত হবে তা পরিস্কার করে জানানো হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল আর্সেনালের কোচ মিকেল আরটেটা ও চেলসির ফরোয়ার্ড হাডসন ওডোইয়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এদিকে, ইউরোপের অন্য লিগগুলোতে একের পর এক স্থগিতাদেশ আসছে। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে যে স্থগিত হতে পারে তা আগে থেকেই ধারাণা করা হচ্ছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা এলো।

করোনাভাইরাসের কারণে ইতালিয়ান সিরি ‘এ’, স্প্যানিশ লা লিগা স্থগিত করা হয়েছে। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ টপ নিউজ প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর