Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুজু’ কাটিয়ে কোয়ার্টারে পিএসজি


১২ মার্চ ২০২০ ০৫:০৩

শেষ পর্যন্ত ‘জুজু’ কাটিয়ে উঠেছে নেইমারের প্যারিস সেন্ট জায়ান্ট (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগে শেষ তিনবার শেষ ষোলোতে অশ্রুতে বিদায় নেয়া দলটি এবার জুজু বাধা পেরিয়েছে। বুরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়নসলিগের কোয়ার্টার নিশ্চিত করেছে নেইমার-এমবাপ্পেরা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঠে ভেতরে দর্শকশূন্য থাকলেও পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে পিএসজির জয় দেখলো সমর্থকরা। ডর্টমুন্ডের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে হেরে ব্যাকফুটে যাওয়া পিএসজি এবার ঘরের মাঠে ক্লিনশিট রেখে ২-০ ব্যবধানে হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ডকে।

বিজ্ঞাপন

তাতে তিনবারের পর এবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে থমাস তুসেলের শিষ্যরা।

এবার দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টারে তোলেন নেইমার। ২৮ মিনিটে ডি মারিয়ার পাস থেকে হেডে লিড এনে দেন। প্রথমার্ধে লিড নিয়ে বিরতির পর পাবলোর সারাবিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুয়ান বার্নাট।

আর তাতেই জার্মান পরাশক্তিদের স্বপ্নভঙ হয়। নতুন স্বপ্ন দেখে পিএসজি। লুসিয়ান ফাভ্রের শিষ্যদের হারিয়ে কোয়ার্টার খরা কাটালো নেইমারের পিএসজি। করোনাভাইরাসে প্যারিসজুড়ে ভারাক্রান্ত বাতাসে জয়ের উল্লাস হয়তো একটু আনন্দের ঢেউ দিয়ে যাবে।

নেইমার পিএসজি বুরুসিয়া ডর্টমুন্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর