টাইগারদের লক্ষ্য মাত্র ১২০
১১ মার্চ ২০২০ ১৯:০৮ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৯:৩৫
বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি দুই দল। সিরিজের ২য় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৯ রান। আর বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। তৃতীয় ওভারে বল করতে এসে ওপেনার তিনাশি কামুনহুকামুয়েকে (১০) জিম্বাবুয়ের দলী স্কোর ১২ হতেই। এরপর আরভিনকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। তবে ইনিংসের ১২তম ওভারে আফিফ হোসেনের বলে আরভিন (২৯) ফিরলে ভাঙে ৫৭ রানের জুটি।
এর পরের ওভারেই মেহেদি হাসানের শিকার হয়ে ফেরেন শন উইলিয়ামস যখন ফেরেন তখন তাদের স্কোরবোর্ডে রান সংখ্যা ৭৬। মুশফিকুর রহিমের হাতে স্ট্যামিং হওয়ার আগে জিম্বাবুয়ে অধিনায়ক করেন মাত্র ৩ রান। এরপরে মোহাম্মদ সাইফউদ্দিন ইনিংসের ১৬তম ওভারের ৫ম বলে তুলে নেন সিকান্দার রাজার (১২) উইকেট। আর পরের ওভারে বল করতে এসে রিচমন্ড মুতুম্বামিকে নিজের দ্বিতীয় শিকার বানান আল-আমিন হোসেন। তখন জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান।
ইনিংসের ১৯তম ওভারে মুতোমবোদজিকে (৩) নিজের প্রথম শিকার বানান। তবে অন্যরা যাওয়া আসার মিছিলে থাকলেও উইকেটের এক প্রান্ত আগলে রাখেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। তুলে নেন অর্ধশতক। একা হাতেই লড়েছেন জিম্বাবুয়ের পক্ষে। মুস্তাফিজুর রহমানের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন নিজের অর্ধশতক। আর এই ওভারেই মাধেভেরকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন কাটার মাস্টার। শেষ পর্যন্ত ব্রেন্ডন টেইলর করেন অপরাজিত ৪৮ বল খেলে ৫৯ রানে।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। আর ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আল-আমিন হোসেন। এছাড়া আফিফ হোসেন, মেহেদি হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। ওপেনার তামিম ইকবালের বদলে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। আর আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় অভিষেক হচ্ছে হাসান মাহমুদ।