তিন পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১১ মার্চ ২০২০ ১৭:৩২ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৭:৫০
বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি দুই দল। সিরিজের ২য় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। ওপেনার তামিম ইকবালের বদলে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। আর আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় অভিষেক হচ্ছে হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: তিনাশি কামুনহুকামুয়ে, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভের, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোমবোদজি, চার্লটন শুমা, শার্লটন এমপফু এবং কার্ল মুম্বা।