করোনা আতংকে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল ম্যাচ স্থগিত
১১ মার্চ ২০২০ ১৬:০৭ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৬:২০
করোনাভাইরাসের আতংক চায়না ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপে। ইতালিতে সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার। এবার তা ছড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। বুধাবার (১১ মার্চ) আর্সেনাল-ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে ইংলিশ এফএ।
ঘরের মাঠ ইতিহাদে আর্সেনালকে লিগের দ্বিতীয় লেগে আতিথ্য দেওয়ার কথা ছিল সিটিজেনদের। তবে শেষ পর্যন্ত এই ম্যাচটি মাঠে গড়াচ্ছে না। আর এই সিদ্ধান্তটি এসেছে নটিংহ্যাম ফরেস্টের মালিক এভাঞ্জেলস মারিকিনস কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর।
কেবল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটিই স্থগিত করেনি আর্সেনাল, সেই সঙ্গে তাদের খেলোয়াড়দের ১৪ দিনের জন্য নিজেদের ঘরে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাচ স্থগিত হওয়ার পর প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা এমন পরিস্থিতি বিবেচনায় রেখে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করছি। আমরা জানি সমর্থকরা এই ম্যাচটি দেখতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কিন্তু এমন জরুরী অবস্থায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি।’
পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬জন ব্রিটিশ নাগরিক মৃত্যুবরণ করেছেন আর আক্রান্ত হয়েছে ৩৮০জন।
আর্সেনলা বনাম ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ করোনাভাইরাস আতংকে ম্যাচ স্থগিত