হারতে রাজী তবুও ইতালি যাবে না হেতাফে
১১ মার্চ ২০২০ ১৫:৪৭ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৬:০৯
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭শ ছুঁই ছুঁই। আর তাই তো এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে ইতালির সরকার নিয়েছে নানান পদক্ষেপ। স্থগিত ঘোষণা করেছে ইতালিতে চলমান সকল স্পোর্টস ইভেন্ট। ইতালির ক্রীড়া মন্ত্রী জানিয়েছিলেন ইউরোপের ফুটবল টুর্নামেন্টগুলো দর্শকহীন স্টেডিয়ামেই হবে। তবে এবার ইউরোপা লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে যাবে না বলে ঘোষণা দিয়েছে লা লিগার ক্লাব হেতাফে।
শুক্রবার (১৩ মার্চ) ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচ খেলার কথা ছিল হেতাফের। তবে হেতাফের প্রেসিডেন্ট অ্যাঞ্জেল তোরেস জানিয়েছেন তার দল ইন্টারের বিপক্ষে রাউন্ড অব-১৬’র ম্যাচ খেলতে মিলানে যাচ্ছে না।
স্প্যানিশ সংবাদ মাধ্যম এল ট্রান্সিস্টরকে অ্যাঞ্জেল তোরেস জানিয়েছেন, ‘সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আমরা মিলানে খেলতে যাচ্ছি না। আমরা উয়েফাকে জানিয়েছি অন্য কোনো ব্যবস্থা করতে।’
হেতাফের প্রেসিডেন্ট আরো জানান, ‘আমরা করোনাভাইরাসের মধ্যে ইতালিতে ভ্রমণ করতে ইচ্ছুক না। আমরা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছেও সাহায্য কামনা করেছি যেন ম্যাচটি স্থগিত করা হয়।’
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা অবশ্য এ ব্যাপারে কিছুই জানায়নি। তবে হেতাফে প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন তারা এমন পরিস্থিতিতে কোনোভাবেই ইতালিতে ফুটবল খেলতে যাবেন না। এর ফলে যদি তাদের ম্যাচটি হারতেও হয় তবুও তিনি রাজী।
ইতালি ইন্টার মিলান বনাম হেতাফে উয়েফা ইউরোপা লিগ করোনাভাইরাস ফুটবল লিগ স্থগিত রাউন্ড অব ১৬