Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোটে ইমরুল, খেলতে পারছেন না ডিপিএলের শুরু থেকে


১০ মার্চ ২০২০ ১৯:৩৩

চলতি মাসের ১৫ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমের খেলা। কিন্তু মৌসুমের শুরু থেকে ব্যাট হাতে নামা হচ্ছে না ইমরুল কায়েসের। এবার ধানমন্ডি ক্রিকেট ক্লাবে নাম লেখানো এই টপ অর্ডার ব্যাটসম্যান গতকাল দলের ফিল্ডিং অনুশীলনের সময় পায়ের আঙুলে চোট পেয়েছেন। ফলে আগামী তিন সপ্তাহ তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে।

মঙ্গলবার (১০ মার্চ) নিজের চোট প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ইমরুল জানান,  ‘ফিল্ডিং অনুশীলন করার সময় পায়ে চোট পেয়েছি। এক্স-রে তে দেখা যায় আঙ্গুলে চিড় পড়েছে। ডাক্তার আমাকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলেছে। প্রিমিয়ার লিগের শুরুতে তাই খেলতে পারছি না।’

বিজ্ঞাপন

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলায় হয়নি ইমরুল। বিপিএলে উড়ন্ত ফর্মে থাকলেও হ্যামস্ট্রিংয়ের চোট বাঁহাতি এই ব্যাটসম্যানের পাকিস্তান সফরের দ্বার রুদ্ধ করে দেয়।

ঢাকার পাশাপাশি এবারের লিগ গড়াবে চট্টগ্রাম এবং কক্সবাজারেও। এবারই প্রথম লিগে রাখা হয়নি বিদেশি প্লেয়ারের কোটা। তাছাড়া প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে ক্লাবগুলো ফিরে গিয়েছে আগের উন্মুক্ত পদ্ধতিতে। সেক্ষেত্রে বাতিল করা হয়েছে গেল দুই আসরের প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতি। মূলত গেল অক্টোবরে প্লেয়ারদের আন্দোলনের প্রেক্ষিতেই প্লেয়ার্স বাই চয়েস বাতিল করা হয়েছে।

ইমরুল কায়েস ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর