Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস আতঙ্ক: ফাঁকা মাঠে খেলতে হবে মেসিদের


১০ মার্চ ২০২০ ১৯:৩১ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৮:০৫

করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। বাংলাদেশসহ একশ’টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে চীন ও ইতালির মতো দেশগুলোকে। এদিকে, ক্রীড়াঙ্গনেও এটি বড় প্রভাব ফেলেছে। একের পর এক ক্রীড়া ইভেন্ট স্থগিত ও বাতিল হয়ে যাচ্ছে। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও করোনার প্রভাব পড়ল।

করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া এড়াতে বার্সেলোনা বনাম নাপোলির মধ্যকার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটিতে মাঠে দর্শক ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্সেলোনার এক মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

বিজ্ঞাপন

গবেষকরা বলছেন করোনাভাইরাস শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। ফলে এক জায়গায় অনেক লোকের সমাগম হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। এই সম্ভাবনা এড়াতেই দর্শকশূন্য ম্যাচ অয়োজনের সিদ্ধান্ত।

এর আগে ইতালিয়ান সিরি ‘এ’ লিগের জুভেন্টাস বনাম ইন্টার মিলানের ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বনাম বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচটিতেও মাঠে দর্শকদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বার্সেলোনা বনাম নাপোলির মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যাম্প ন্যুতে। আগামী ১৮ মার্চ, বাংলাদেশ সময় রাত ২টায়। প্রথম লেগটি অনুষ্ঠিত হয়েছে নাপোলির মাঠে। ১-১ ব্যবধানের ড্র’তে নিষ্পত্তি হয়েছিল ওই ম্যাচটি।

করোনাভাইরাস করোনাভাইরাস সংক্রমণ চ্যাম্পিয়ন্স লীগ নাপোলি বার্সেলোনা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর