Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ বলের ওভারে ২২ রান, ১ উইকেট


৯ মার্চ ২০২০ ২০:২৭

আজকের দিনটা নিশ্চয় ভুলে যেতে চাইবেন ক্রিস্টোফার এমপফু! বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ ওভার বোলিং করে ৫৮ রান খরচ করেছেন জিম্বাবুয়ান পেসার। একটা উইকেট পেলেও ওভার প্রতি রান দিয়েছেন সাড়ে ১৪ করে! এমপফুর করা ইনিংসের ১৬ নম্বর ওভারটা হলো রীতিমতো নাটকীয়।

লিটন কুমার দাস ও তামিম ইকবালের ঝড় থামিয়ে জিম্বাবুয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল তখন। উইকেটে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অপর প্রান্তে থাকা সৌম্য সরকারও পুরোপুরি সেট হতে পারেননি। হঠাৎ রান তোলার গতি কমে যায় বাংলাদেশের। তখন অভিজ্ঞ এমপফুকে আক্রমণে নিয়ে আসেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। চাপে পড়া বাংলাদেশের চাপ আরো বাড়াতেই নিশ্চয়। কিন্তু হলো উল্টোটা!

বিজ্ঞাপন

স্লগ সুইপে ওভারের প্রথম বলটা গ্যালারীতে আছড়ে ফেললেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বলে এক রান। তৃতীয় বলে বাউন্ডারির হাঁকালেন সৌম্য। প্রথম তিন বলে ১১ রান খরচ করে এমপফু বুঝি গুলিয়ে গেলেন!

চতুর্থ বলে এমন এক বাউন্সার দিলেন সৌম্য তো নাগাল পেলেন-ই না, উইকেটরক্ষককেও বল ধরতে ‘সুপারম্যান’ হতে হলো, ওয়াইড। পরের বল পায়ের নো। ফ্রি-হিটটা ফুলটস পেয়ে আবারও গ্যালারীতে আছড়ে ফেললেন মুশফিক। তাতে যেন ছক্কা হাঁকানোর নেশা পেয়ে বসল অভিজ্ঞ ক্রিকেটারকে। পরের বলে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট। শেষ বল থেকে এক রান নিতে পেরেছিলেন সৌম্য সরকার।

সব মিলিয়ে ওভার পূর্ন করতে ৯ বার বল ছুঁড়তে হলো এমপফুকে। তাতে দুই ছক্কা, এক চারে রান উঠেছে ২২। আর আউট হয়েছেন মুশফিকুর রহিম। ‘ঘটনাবহুল’ বুঝি একেই বলে!

এক ওভার ক্রিস এমপফু প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর