Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী লিগে বড় জয় পেলো কিংস ও কাচারিপাড়া


৯ মার্চ ২০২০ ১৯:৫৮

ঢাকা: ট্রিকোটেক্স নারী ফুটবল লিগে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও জামালপুর কাচারিপাড়া একাদশ। কুমিল্লা একাদশকে উড়িয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে সাবিনা-কৃষ্ণাদের কিংস। কিংসের হয়ে এ ম্যাচে হ্যাটট্রিক না এলেও কাচারিপাড়ার হয়ে হ্যাটট্রিক করেছেন জান্নাত ইসলাম।

দুটি ম্যাচই আজ সোমবার (৯ মার্চ) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দিনের প্রথম ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জামালপুর কাচাড়িপাড়া একাদশ। হ্যাটট্রিক করেছেন জান্নাত।

দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেছেন সাবিনা ও মারিয়া।

প্রথম ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে কাচারিপাড়া। ৩৭ মিনিটে আনিকার গোলে লিড নেয়া শুরু। ৪১, ৪৪ ও ৯৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন জান্নাত ইসলাম। বাকী একটি গোল আসে ছোঁয়ার কাছ থেকে। এ জয়ে তিন ম্যাচে অপরাজিত দলটি।

অন্যদিকে বিকেলে ম্যাচে কুমিল্লাকে হারিয়ে জয়ের সঙ্গে গোলোৎসবের ধারাও অব্যাহত রেখে কিংস। জোড়া গোল করেছেন সাবিনা ও মারিয়া। একটি করে গোল এসেছে তহুরা ও রিপার কাছ থেকে। এ জয়ে চতুর্থ ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে কিংস।

এ জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। আর তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তিনে জামালপুর কাচারিপাড়া।

কুমিল্লা ইউনাইটেড জামালপুর কাচারিপাড়া একাদশ নারী লিগ বসুন্ধরা কিংস বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর